shono
Advertisement

পুরীর মন্দিরে মমতার পুজো দেওয়া নিয়ে অপপ্রচার, গ্রেফতার এক সেবাইত

মন্দির সংস্কারের কারণে কেউই এখন গর্ভগৃহে প্রবেশ করতে পারছে না৷ The post পুরীর মন্দিরে মমতার পুজো দেওয়া নিয়ে অপপ্রচার, গ্রেফতার এক সেবাইত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Apr 18, 2017Updated: 01:03 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : পুরীর মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার ও প্ররোচনা ছড়িয়ে মঙ্গলবার সকালে গ্রেফতার হলেন সোমনাথ কুনকিয়া নামে এক সেবায়েত৷ ওই সেবায়েত মমতার ধর্মনিরপেক্ষতা ও পরধর্ম সহিষ্ণুতার নীতিকে ব্যঙ্গ করার পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের গো-মাংস ভক্ষণকে সমর্থন করা নিয়েও উগ্র ভাষায় আক্রমণ করেছিলেন৷ বিষয়টি নিয়ে ওই সেবায়েতের বক্তব্য দিয়ে ওড়িশায় একটি টিভি চ্যানেল সম্প্রচারও করে৷ কিন্তু ওড়িশা সরকার গোটা বিষয়টি নিয়ে কড়া মনোভাব নেওয়ার পাশাপাশি প্ররোচনামূলক বক্তব্য রাখা ওই সেবাইতকে গ্রেফতার করেছে৷ একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে ‘স্টেট গেস্ট’-এর সম্মান দিয়েছে ওড়িশার নবীন পট্টনায়ক সরকার৷ এদিন দুপুরে ওড়িশা সরকারের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর সফরের নিরাপত্তা ও যাবতীয় ব্যবস্থার কথা জানানো হয়েছে নবান্নকেও৷

Advertisement

[সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!]

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে ভুবনেশ্বরে পৌঁছে রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাবেন৷ রাতেই তাঁর পুরী পৌঁছে যাওয়ার কথা৷ বুধবার বিকেল পাঁচটা নাগাদ পুরীর মন্দিরে পুজো দিতে যাবেন তিনি৷ মন্দির সংস্কারের কারণে কেউই এখন গর্ভগৃহে প্রবেশ করতে পারছে না৷ তাই নাটমন্দিরে দাঁড়িয়ে জগন্নাথদেব দর্শন করবেন মমতা৷ পুরীর মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি এক সেবাইতের বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন প্ররোচনামূলক বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন৷

[‘বাহুবলী’র চমক ফিকে করতে আসছে হাজার কোটির ‘মহাভারত’]

তিনি এদিন জানিয়েছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে গোটা জগন্নাথধাম। জগন্নাথের সমস্ত ভক্ত ও সেবায়েতরা বহুদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মমতা পুরীর মন্দিরে আসবেন৷ তাঁর জগন্নাথ দর্শন ও পুজো দেওয়ার সময় আমরা সমস্ত সেবায়েত এবং দৈতাপতিরা সঙ্গে থাকব৷” গোটা বিষয়টির পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলেও জগন্নাথ দৈতাপতি ইঙ্গিত দেন৷ দু’দিন আগেই ভুবনেশ্বরে শেষ হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির সভা৷ স্বভাবতই তারপরেই মমতার ভুবনেশ্বর ও পুরী সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷

[টিফিন নিয়ে বচসার জেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী]

The post পুরীর মন্দিরে মমতার পুজো দেওয়া নিয়ে অপপ্রচার, গ্রেফতার এক সেবাইত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement