মাংস কিনতে বেরিয়ে উধাও প্রৌঢ়। বেশ কয়েকঘণ্টা পর এলাকা থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সনাতন মাহাতো। তাঁর বয়স ৫৫ বছর। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পেড়েতোড়াং গ্ৰামের বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মাংস কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা আশপাশে খোঁজখবর শুরু করেন। কয়েকঘণ্টা পর বাঘমুন্ডি থানারই মুকরুপ গ্ৰামের কাছে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হন প্রৌঢ়।
স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি প্রৌঢ়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে মৃতের আত্মীয় সুষেনচন্দ্র মাহাতো বলেন, "মাংস কেনার জন্য বেরিয়েছিল। তারপর রাস্তায় দেহ পড়ে থাকে দেখা যায়।" কিন্তু কীভাবে মৃত্যু? প্রাথমিকভাবে তদন্তকারীরা নিশ্চিত যে, খুন করা হয়েছে সনাতনকে। কিন্তু কেন তা স্পষ্ট নয়। মৃতের সঙ্গে কারও কোনও সমস্যা ছিল কি না, তা জানতে পরিবার ও পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
