সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রায় বছর পার। রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের আদেশনামা পুরুলিয়া পুরসভায় কার্যকর হয়নি স্রেফ শাসকদলের সবুজ সংকেত না মেলায়। তাই এই পুরসভায় চেয়ারম্যান-ইন-কাউন্সিলের সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৭ করা যাচ্ছে না। অথচ বছর খানেক আগে নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ এই পুরসভার বর্তমান ক্যাটাগরি অনুযায়ী চেয়ারম্যান-ইন-কাউন্সিল ৫ থেকে বাড়িয়ে ৭ জনের অনুমোদন দেয়। কিন্তু ওই আদেশনামা ফাইলবন্দি হয়েই পড়ে রয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত এই পুরসভায় এই বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল ওই আদেশনামার কোনও রূপায়ণ করেনি বলে অভিযোগ। ফলে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের কাজের গতিতে হোঁচট খাচ্ছে তৃণমূল পরিচালিত এই পুরসভা।

পুরবিধি অনুযায়ী উপ-পুরপ্রধানের পাশাপাশি চেয়ারম্যান-ইন-কাউন্সিল পুরপ্রধানই গঠন করে থাকেন। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, "এই বিষয়ে দলের তরফে কোনও নাম আসেনি। তাই কার্যকর করা যায়নি।" পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো বলেন, "এই বিষয় নিয়ে দলীয় স্তরে আলোচনা করব।"
এই পুরসভায় ২৩টি ওয়ার্ড। ৩০ হাজারের বেশি হোল্ডিং। তাই ক্যাটাগরি অনুযায়ী পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলে ৭ জন সদস্য থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন চেয়ারম্যান-ইন-কাউন্সিলে পদাধিকার বলে পুরপ্রধান নবেন্দু মাহালি, উপ-পুরপ্রধান ময়ূরী নন্দী ছাড়াও ২৩ নম্বর ওয়ার্ডের প্রদীপকুমার ডাগা, ২২ নম্বরের আনোয়ারি বিবি ও ২০ নম্বর ওয়ার্ডের সমীরণ রায় রয়েছেন। তিনি সাফাই দেখেন। জল ও বিদ্যুৎ দেখেন আনোয়ারি বিবি। উন্নয়নের দায়িত্বে প্রদীপকুমার ডাগা। হোর্ডিং, মিউটেশন, ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, হাউস ফর অল দেখেন উপপুরপ্রধান। একজনের হাতে এতগুলো বড় দায়িত্ব থাকায় কাজে গতি হারাচ্ছে।
নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের নির্দেশ অনুযায়ী আরও দুই কাউন্সিলরকে দায়িত্ব বণ্টন করে দিলে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের কাজ আরও ভাল হত। এমন কথা বলছেন কাউন্সিলররা-ই। কারণ এই বোর্ডে একাধিক সিনিয়র কাউন্সিলর রয়েছেন যাঁরা ওই চেয়ারম্যান-ইন-কাউন্সিলে আসার যোগ্য। কিন্তু প্রশ্ন, দল কেন এই বিষয়ে পদক্ষেপ করছে না? স্রেফ উদাসিনতা না অন্য কিছু? যেখানে পুরুলিয়া পুরসভা একেবারে ছন্নছাড়া। সাধারণ নাগরিকরাও প্রশ্ন তুলেছেন যাঁরা কাউন্সিলর সেই সঙ্গে এই পুর শহরে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁরা কেন এই বিষয় নিয়ে জেলা তৃণমূলে আলোচনা করছেন না? উত্তর মেলেনি শহর তৃণমূল থেকে পুরুলিয়া জেলা তৃণমূলের তরফে।