shono
Advertisement

Breaking News

Ram Navami 2025

রামনবমী LIVE UPDATE: বারাসতে রোড শো সুকান্তর, সঙ্গী 'মহাগুরু' মিঠুন

Published By: Sayani SenPosted: 10:11 AM Apr 06, 2025Updated: 06:02 PM Apr 06, 2025

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রামনবমী নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে মিছিল। যাতে কোনও অশান্তি না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহল। রামনবমী সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।  

Advertisement

বিকেল ৫.৫০: অনুমতির তোয়াক্কা না করেই হাওড়ায় অস্ত্র হাতে মিছিলে বিশ্ব হিন্দু পরিষদ। অস্ত্রগুলো আটক করেছে পুলিশ। 

বিকেল ৫.৪৫: বারাসতে মিছিলে সুকান্ত ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী। 

দুপুর ২.১৪: ঠনঠনিয়ায় সংখ্যালঘুদের নিয়ে রামনবমীর মিছিলে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দুপুর ২.০৩: নানুর বিধানসভা এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের বেরুগ্রামে রামনবমী পুজোয় বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পুজোয় অংশ নেওয়ার পর নিজে হাতে ভোগ বিতরণ করেন তিনি। ওই মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর হাতে ধ্বজা ও ত্রিশূল তুলে দেওয়া হয়।

দুপুর ১.৩২: "জয় হনুমান, জয় বজরংবলি, ওটা শুভেন্দুর বাবার একার নয়। বাড়াবাড়ি করলে এবার কেলা খাবে", চাঁপদানিতে দাঁড়িয়ে রামনবমী নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

বেলা ১২.৫১: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বেলা ১২.৪৯: বিজেপির পালটা রামনবমী পালন করলেন জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস। পুজোর পর দিনভর প্রসাদ বিতরণের আয়োজন করেন তিনি।
বেলা ১২.৪৮: রামনবমীর শোভাযাত্রা ঘিরে মালদহে সম্প্রীতির ছবি। হিন্দু মিছিলকারীদের উপর পুষ্পবৃষ্টি। তাঁদের জল ও লাড্ডু বিতরণ করান আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা।

বেলা ১২.৩৫: চুঁচুড়া তিন নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিলে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

বেলা ১২.৩১: কোচবিহারে মদনমোহন মন্দির মোড় থেকে শুরু রামনবমীর শোভাযাত্রা।

বেলা ১২.০৪: অযোধ্যায় সূর্যতিলকে অভিষেক রামলালার। সরযূ নদীর তীরে জ্বলল ২ লক্ষেরও বেশি প্রদীপ।  

বেলা ১১.৫৩: হাওড়ার সালকিয়ায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী।

বেলা ১১.৪৬: ভাঙড়ে রামনবমীর মিছিলে শওকত মোল্লা।
বেলা ১১.৪৩:
রুট না মানায় নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির মিছিল আটকাল পুলিশ। লকেটের দাবি, পুলিশ সল্টলেকে ঢুকতে বাধা দিচ্ছে। এগিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি বিজেপি নেত্রীর। 
বেলা ১১.৩২:
দুর্গাপুরের চণ্ডীদাস অ্যাভিনিউ এলাকায় রামনবমী পুজোর পর হাতে অস্ত্র তুলে নিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই।

বেলা ১১.১৮: অনুমতি না থাকলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রামনবমীর আয়োজন পড়ুয়াদের একাংশের।

বেলা ১১.০১: পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস। যজ্ঞ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। বলেন, "রাম আস্থার প্রতীক।"

সকাল ১০.৫০: রামনবমীর মিছিলে তরোয়াল উঁচিয়ে আস্ফালন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। 

 

সকাল ১০.৪৫: নিউটাউনে স্কুটি চালিয়ে মিছিল লকেট চট্টোপাধ্যায়ের। সঙ্গে ছিলেন 
শমীক ভট্টাচার্য, অর্জুন সিং, অর্চনা মজুমদার-সহ বিজেপি নেতারা।

সকাল ১০.৪০: বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিলেন শশী পাঁজা।
সকাল ১০.৩৪:
বাঁকুড়ার বিষ্ণুপুরে লাঠিখেলায় ব্যস্ত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সকাল ১০.৩২: রামনবমীর শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

সকাল ১০.২৮:  X হ্যান্ডেলে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

সকাল ১০.২৩: ৪০০ বছর পুরনো হাওড়ার রামরাজাতলার রামমন্দিরে পুজো দিলেন সজল ঘোষ। তিনি কদমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রামমন্দিরে পৌঁছন। ওই মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগ সারেন। 

সকাল ১০.২০: অযোধ্যার রামমন্দিরে চলছে রামলালার আরাধনা।
সকাল ১০.১০:
মেদিনীপুরের গোপগড়ে বাইক ব়্যালি দিলীপ ঘোষের। 
সকাল ১০.০৯: 
সিউড়িতে রামনবমীর শোভাযাত্রায় সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। 

সকাল ১০.০৮:
শিলিগুড়ির মহাবীর স্থানে রামপুজোয় অংশ নিলেন গৌতম দেব।

সকাল ৯.৫২: মালদহে স্নিফার ডগ দিয়ে তল্লাশি।   

সকাল ৯.৩৫: রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় পা মেলালেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন জনাকয়েক তৃণমূল কাউন্সিলর। কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, "আগে ছোট করে হত, এখন বড় করে হচ্ছে।"

সকাল ৬.৩০: রামনবমীর শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement