shono
Advertisement
Bangladesh

নববর্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’য় হিন্দুত্বের গন্ধ! ইউনুসের 'মৌলবাদী' বাংলাদেশে বদলে গেল নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের দাবি, 'পুরনো ঐতিহ্যে ফিরে যাচ্ছি।'
Published By: Sucheta SenguptaPosted: 05:06 PM Apr 11, 2025Updated: 05:10 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের ঢেউয়ের তোড়ে অবশেষে ভেসেই গেল নববর্ষের 'মঙ্গল শোভাযাত্রা'। ইউনুসের বাংলাদেশে মৌলবাদীদের দাবি মেনে হিন্দুত্বের গন্ধমাখা 'মঙ্গল শোভাযাত্রা'র নাম বদলে হল 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানী ঢাকায় বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের হয়, তার নতুন নামকরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন নিয়ে নানা আলোচনা চলছিল। শেষপর্যন্ত নাম বদলেই গেল।

Advertisement

বাংলা নববর্ষ উদযাপনের কোনও আয়োজনে 'ইসলাম অসমর্থিত' কিছু থাকা যাবে না বলে আগেই উল্লেখ করেছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম। তিনি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনও কিছু করা যাবে না বলে দাবি করেন। এই পরিস্থিতিতে শুক্রবার ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলছেন, ‘‘আমরা আলাদা করে নাম পরিবর্তন করছি না। আমরা পুরনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।’’

এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলা নববর্ষের এই শোভাযাত্রার নাম পরিবর্তন বিষয়ে তিনি এই মন্তব্য করেন। উপাচার্যের আরও বক্তব্য, ‘‘এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্য দুটি বার্তা আছে। একটি হচ্ছে, একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই বিষয়টি তুলে ধরা। চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা।’’

পয়লা বৈশাখের চেনা ছবি বাংলাদেশে। ফাইল ছবি।

এর আগে গত ২৩ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ইউনুসের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি। এনিয়ে সমালোচনা শুরু হলে নববর্ষ-১৪৩২ উদযাপন সংক্রান্ত এক সভা শেষে ১৮০ ডিগ্রি ঘুরে উপদেষ্টা জানান, 'মঙ্গল শোভাযাত্রা'র নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। কিন্তু শুক্রবার স্পষ্ট করে জানানো হয়েছে, ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে হল 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। যদিও দেশের বিশেষজ্ঞদের মত, 'আনন্দ শোভাযাত্রা' নামটি বহু আগেকার। সেটাই ফিরিয়ে আনা হচ্ছে।

অন্যদিকে, পুলিশের লোগো পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোতে থাকবে জলের উপর জাতীয় ফুল শাপলা, ধান-গমের শিস ও পাটপাতার টবে লেখা 'পুলিশ'। বর্তমান লোগো থেকে বাদ পড়ছে পালতোলা নৌকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউনুসের বাংলাদেশে নামবদল 'মঙ্গল শোভাযাত্রা'র।
  • নতুন নাম 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা', জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
Advertisement