shono
Advertisement
Royal Bengal Tiger

বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল! ট্র্যাপ ক্যামেরায় ছবি ধরা পড়তেই বাড়ল নিরাপত্তা, উচ্ছ্বসিত বন কর্তারা

সেই গণনার অঙ্গ হিসেবেই বক্সাতে ২৫০ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। আর তাতেই গত ১৫ জানুয়ারি একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে।
Published By: Kousik SinhaPosted: 09:10 PM Jan 20, 2026Updated: 09:10 PM Jan 20, 2026

তৃণভোজী এবং মাংসাশী প্রাণী গণনা শুরু হয়ে গেল বক্সাতে। গোটা ভারতে বাঘ গণনা শুরু হয়েছে। সেই মতো বাঘ গণনা শুরু হয়েছে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলেও। সেই গণনার অঙ্গ হিসেবেই বক্সাতে ২৫০ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। আর তাতেই গত ১৫ জানুয়ারি একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। তা প্রকাশ্যে আসতেই কার্যত উচ্ছ্বসিত বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ।

Advertisement

বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গোটা ৭৬০ বর্গ কিলোমিটার বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলকে ৮০ টি লোকেশনে ভাগ করা হয়েছে। এই ৮০ টি লোকেশন পয়েন্টে মোট ২০০ বনকর্মী এই গণনার কাজে নেমেছেন। এই ২০০ বনকর্মী জঙ্গলের বিভিন্ন এলাকা থেকে বুনো প্রাণীদের মল, পায়ের ছাপ, গাছে আঁচর, লোম-সহ নানান তথ্য সংগ্রহের কাজ করবেন। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির গাইড লাইন মেনে 'এম স্ট্রাইপ' নামে একটি মোবাইল অ্যাপে সেই তথ্য আপলোড করা হচ্ছে। এই গণনা শুরু হতেই বাঘের পায়ের একাধিক ছাপ মিলেছে। সেগুলোর ছবিও ওই অ্যাপে আপলোড করা হচ্ছে। যেহেতু সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে তাই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ।

বক্সা টাইগার রিজার্ভের পশ্চিম বিভাগের উপক্ষেত্র অধিকর্তা ডাঃ হরিকৃষ্ণন বলেন, “এখন বনাঞ্চলে গণনা চলছে। এছাড়া টাইগার রয়েছে। তার ছবিও ক্যামেরা বন্দি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে নিরাপত্তায় কিছু কড়াকড়ি করা হচ্ছে। তবে বনাঞ্চলে পর্যটকদের কোথাও কোন অসুবিধে হবে না। এই সময় পর্যটকদের সংখ্যায় কিছুটা বেড়ে গিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের পর ২০২৩ সালে বক্সাতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। তার পরে ২০২৬ সালের ১৫ জানুয়ারি ফের একটি বিশালাকার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। বক্সাতে বাঘের ছবি ক্যামেরা বন্দি হওয়ায় উচ্ছ্বসিত রাজ্য বন দপ্তর। এখন বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ব্যস্ততা তুঙ্গে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement