shono
Advertisement

বাড়ি থেকে পালিয়ে নমাজ পড়তে যাওয়া! ৯ নাবালককে উদ্ধার করল RPF

আজিমগঞ্জ থেকে উদ্ধার হওয়া ৯ নাবালকই মুর্শিদাবাদের বাসিন্দা।
Posted: 11:55 AM Dec 14, 2023Updated: 03:43 PM Dec 14, 2023

সুব্রত বিশ্বাস: বাড়ি থেকে পালিয়ে ভিন রাজ্যে যাওয়ার ছক ছিল ৯ নাবালকের। কিন্তু তার আগে স্টেশনে আরপিএফের (RPF) হাতে ধরা পড়ে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে গেল। আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাতে আজিমগঞ্জ স্টেশনে উদ্ধার হওয়া নয় নাবালকের বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানা এলাকায়। রাতেই পরিবারের লোকজনকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় আরপিএফের তরফে।

Advertisement

বুধবার উদ্দেশ্যবিহীনভাবে আজিমগঞ্জ (Azimganj) স্টেশনে তিন নাবালককে ঘুরতে দেখেন আরপিএফ জওয়ানরা। টহলরত জওয়ানদের জিজ্ঞাসাবাদে তাঁরা উপযুক্ত জবাব দিতে না পারায় সন্দেহ হয় তাদের। এর পর ফের জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোট ন’জন রয়েছে দলে। তিনজন করে তিনটি দলে ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন দিকে ট্রেন ধরার অপেক্ষায় রয়েছে। এসব শোনার পর কালবিলম্ব না করে স্টেশন থেকে ন’জনকে আটক করে আরপিএফ।

[আরও পড়ুন: এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া, চাপ তৈরির কৌশল ট্রাম্পের দলের?]

রেল পুলিশ সূত্রে খবর, প্রত্যেকে ভিন্ন গন্তব্যের কথা বললেও উদ্দেশ্য তাদের এক – নমাজ (Namaz) পড়তে যাওয়া। উদ্ধার হওয়া প্রত্যেকের বয়স দশ থেকে এগারো বছর। এর পরই অভিভাবকদের ডেকে পাঠায় আরপিএফ। জানতে পারে, বাড়িতে না জানিয়ে প্রত্যেকে ঘর ছেড়েছে। উদ্ধার হওয়া নাবালকদের নাম ইমরাজ, মেহেদি, নুরালম, অকশারুল, আতিক, শফিক, হাসানুজ্জমান, মাসুম, আলহামিদ।

[আরও পড়ুন: ‘… ভারত ছেড়ে চলে যেতাম’, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির]

পূর্ব রেলের আরপিএফের আইজি (IG) পরম শিব জানান, ‘নানহে ফরিস্তা’ নামে রেলের একটি বাহিনী রয়েছে, তাদের কাজ নাবালক-নাবালিকাদের উদ্ধার করা। তাদের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর শতাধিক কিশোর এভাবে উদ্ধার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার