সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রতিবাদে দিকে দিকে মিছিল করে এসএফআই। হাওড়ায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান মিছিলকারীরা।

বৃহস্পতিবার হাওড়া ডিআই অফিস অভিযান করে এসএফআই। মিছিল কিছুটা দূর পৌঁছনোর পরই বাধা দেয় পুলিশ। তাতেই উত্তেজিত হয়ে পড়েন মিছিলকারীরা। পুলিশের সঙ্গে প্রথমে বচসা। পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই কর্মী-সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ মিছিলকারীদের হঠিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল, সুপ্রিম কোর্টের এক আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীরা। তারপর থেকেই রাজ্যজুড়ে হাহাকার। এই পরিস্থিতিতে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। গত ৭ এপ্রিল, নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার ডিআই অফিস অভিযানের সিদ্ধান্ত নেন চাকরিহারারা। ওই অভিযান ঘিরে কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। যদিও পুলিশ চাকরিহারাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা-সহ একাধিক অভিযোগ করেছে।