shono
Advertisement
Sheikh Rabiul Islam

বাবার জুতোয় পা গলিয়েই উপনির্বাচনে রেকর্ড জয়! হাড়োয়ার 'সিকন্দর' হাজি নুরুলপুত্র রবিউল

কী বলছে বিরোধীরা?
Published By: Tiyasha SarkarPosted: 01:08 PM Nov 24, 2024Updated: 01:34 PM Nov 24, 2024

নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া: প্রত‌্যাশা ছিলই। পূরণ হলও, তাও আবার অপ্রত‌্যাশিতভাবে। বাবার ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে প্রথম লড়াইয়েই তাঁকে ছাপিয়ে গেলেন ছেলে। হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে রেকর্ড গড়ে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী তথা প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। তাৎপর্যপূর্ণভাবে, এই হাড়োয়া থেকেই একুশের নির্বাচনে হাজি নুরুল জিতেছিলেন ১ লক্ষ ১১ হাজার ভোটে। এবার বাবার আসনে দাঁড়িয়ে বাবাকেই ‘হারিয়ে’ দিলেন ছেলে।

Advertisement

উপনির্বাচনের বঙ্গে তৃণমূল ঝড়ে আরও এক রেকর্ড গড়ল হাড়োয়া। হাজি নুরুলের পুরনো আসনে তাঁর ছেলেকে প্রার্থী করে তৃণমূল। শনিবার প্রথম থেকেই বিশাল অঙ্কে এগিয়ে ছিলেন রবিউল। দিনের শেষে তিনি ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটের ব্যবধানে জেতেন যা একুশের বিধানসভা নির্বাচনে জয়ী তাঁর বাবার জয়ের ব‌্যবধানের চেয়েও ৩১ হাজার বেশি। নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম (২৫ হাজার ৬৮৪ ভোট) এবং তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বিমল দাস (১৩ হাজার ৫৭০ ভোট)। তৃণমূল প্রার্থী মোট ভোটের প্রায় ৭৬ শতাংশ ভোট পেয়েছেন।

ফল খারাপ হওয়ায় মাঝপথেই কাউন্টিং হল ছাড়েন বিজেপি প্রার্থী বিমল দাস। জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই ফলের প্রভাব ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘‘বুথে ছাপ্পা হয়েছে, বিরোধীদের এজেন্ট বসতে দেয়নি। ভয় দেখিয়েছে।’’ আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম বলেন, ‘‘মানুষের রায়কে মাথা পেতে নিলাম। কিন্তু সবাই জানে হাড়োয়ায় সন্ত্রাসের মধ্যে নির্বাচন হয়েছে।’’ হিসাব যা-ই হোক না কেন, দিনের শেষে সিকন্দর রবিউলই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে রেকর্ড গড়ে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী তথা প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।
  • তাৎপর্যপূর্ণভাবে, এই হাড়োয়া থেকেই একুশের নির্বাচনে হাজি নুরুল জিতেছিলেন ১ লক্ষ ১১ হাজার ভোটে।
  • এবার বাবার আসনে দাঁড়িয়ে বাবাকেই ‘হারিয়ে’ দিলেন ছেলে।
Advertisement