shono
Advertisement
Siliguri

ওপারে পদতলে তেরঙ্গা বিতর্ক, চিকিৎসা পরিষেবায় শর্ত দিলেন শিলিগুড়ির ডাক্তার

Published By: Sucheta SenguptaPosted: 11:55 AM Dec 02, 2024Updated: 02:15 PM Dec 02, 2024

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: উত্তাল বাংলাদেশে তেরঙ্গার অপমান। বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের পদতলে ভারতের জাতীয় পতাকা! এই ছবি ভাইরাল হতেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিদ্যুৎগতিতে। সর্বস্তরে নিন্দা, প্রতিবাদ। সেই আবহে এবার নিজের মতো করে প্রতিবাদে সুর চড়ালেন শিলিগুড়ির প্রবাদপ্রতিম চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা পরিষেবা দিতে নতুন শর্ত রাখলেন। নিজের চেম্বারে ভারতের পতাকা লাগিয়ে ডাক্তারবাবু জানিয়েছেন, যে সব রোগী তাঁর কাছে চিকিৎসার জন্য আসবেন, তাঁকে জাতীয় পতাকা আগে প্রণাম করতে হবে। তার পরেই তিনি চিকিৎসা করবেন। বিশেষ করে বাংলাদেশের রোগীদের এই বার্তা দিয়েছেন চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। প্রণাম না করলে চিকিৎসা করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার থেকেই ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় নিজের চেম্বারে এই নয়া নিয়ম চালু করেছেন। ইতিমধ্যে তাঁর চেম্বারে আসা রোগী থেকে শুরু করে কমপাউন্ডার-সহ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সকলেই প্রণাম করে ঢুকেছেন। ডাক্তারবাবু নিজেও প্রতিদিন জাতীয় পতাকা প্রণাম করে চেম্বার শুরু করেন। শেখরবাবু জানান, ওপার বাংলায় যেভাবে ভারতের পতাকার অপমান হয়েছে, তা তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। তাঁর বক্তব্য, ''সোশাল মিডিয়ায় সকলে নানা রকম পোস্ট করছে, কিন্তু কেউ এটা নিয়ে পোস্ট করছে না। দেশকে ভালোবাসি - মুখে বললেই হবে না। তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।''

Advertisement

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আর পাঁচজনের মতো তিনিও তিতিবিরক্ত। কিন্তু চিকিৎসক বলে সকলেই তিনি পরিষেবা দিতে বদ্ধপরিকর। কিন্তু তার আগে তাঁর শর্ত মেনে অবশ্যই পরিষেবা নিতে আসা সকলকে জাতীয় পতাকা প্রণাম করতে হবে। এদিন চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আমার দেশকে ভালোবাসি। তাই আমার দেশের অপমান আমি মুখ বুঝে সহ্য করতে পারব না। আমার কাছে প্রচুর বাংলাদেশের রোগী আসেন। তাঁরা যদি আমার সামনে পতাকাকে সম্মান জানিয়ে প্রণাম করেন, তাহলেই আমি তাঁদের দেখব। নইলে আমি কাউকে কোনও পরিষেবা দেব না। চেম্বারে আসা প্রতিটি রোগীকেই এই কাজ করতে হবে। একইভাবে আমরাও প্রতিদিন পতাকাকে প্রণাম করব। এই কাজটা আমাদের প্রত্যেকের করা উচিত বলে আমি মনে করি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওপার বাংলায় পড়ুয়াদের পদতলে তেরঙ্গা! প্রতিবাদে মুখর শিলিগুড়ির চিকিৎসক।
  • চিকিৎসা পরিষেবা দিতে নতুন শর্ত বেঁধে দিলেন তিনি।
  • জানালেন, তাঁর চেম্বারের ঢোকার আগে জাতীয় পতাকা প্রণাম করতে হবে।
Advertisement