এসআইআর আতঙ্কে পুরুলিয়ার পাড়ায় ৮২ বছরের বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের নামে মামলা রুজু করল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ। ওই আদিবাসী বৃদ্ধের ছেলে কানাই মাঝির জেনারেল ডায়েরির প্রেক্ষিতে ১৭ দিন পর নির্বাচন কমিশনের নামে মামলা রুজু হল। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নামে আত্মহত্যার প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করেছে পাড়া থানার পুলিশ। ওই এফআইআরে আননোন অফিসিয়াল এবং অফিসিয়াল অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে উল্লেখ রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুধবারের পুরুলিয়ার রণসংকল্প সভার আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত ২৯ শে ডিসেম্বর পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি টোটো রিজার্ভ করতে ঘর থেকে বার হচ্ছেন বলে তার পরিবারকে জানিয়ে যান। তারপর বাড়ির পাশেই রেললাইনে আত্মঘাতী হন। ওইদিনই তার শুনানি ছিল পাড়া ব্লক কার্যালয়ে। এসআইআর শুনানির কয়েক ঘন্টা আগেই ওই বৃদ্ধ আত্মঘাতী হওয়ায় দিনমজুরির কাজ করা তার ছেলে কানাই মাঝি ওই দিন রাতেই নির্বাচন কমিশনের নামে অভিযোগ জানিয়েছিলেন পাড়া থানায়। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে জেনারেল ডাইরি হয়। তারপর নির্বাচন কমিশনের নামে এই মামলা রুজু হল। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পাড়া বিধানসভার কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনের কারণেই ওই বৃদ্ধ আদিবাসীর মৃত্যু হয়েছে। এসআইআরে-র শুনানির আতঙ্কেই ওই মৃত্যু। এই ঘটনায় নির্বাচন কমিশনের প্ররোচনা রয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র আছে। আশা করি পুলিশ সঠিকভাবে তদন্ত করবে। " নির্বাচন কমিশনের নামে আত্মহত্যার প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা হওয়ায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।
এদিকে মানবাজারের পাথরকাটা গ্রামে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানির নোটিশ আসায় রবিবার রাতে আত্মঘাতী হন ৩২ বছরের আদিবাসী যুবক দেবরাজ ওরাং। ওই ঘটনাতেও তার পরিবার কমিশনের নামে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করবে বলে ওই পরিবার সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা আদিবাসী নেতা গুরুপদ টুডু বলেন, "নির্বাচন কমিশনের প্ররোচনার কারণেই ওই আদিবাসী যুবক আত্মঘাতী হয়েছেন। তাদের পরিবারে শোকের আবহ খানিকটা কাটলেই ওই পরিবারের তরফে মানবাজার থানায় কমিশনের নামে অভিযোগ হবে।"
