নিরুফা খাতুন: দিন কয়েক হাড়ে কাঁপন ধরিয়ে এবার কি ইনিংস গোটাচ্ছে শীত (Winter)? হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত তেমনই বলছে। পৌষ সংক্রান্তিতেও আর হাঁড়কাপানো শীতের সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডায় সাগরে স্নান করতে হবে না পূণ্যার্থীদের। আগামী রবিবার পর্যন্ত বঙ্গে শীতের আমেজ থাকলেও ক্রমশ বাড়ছ তাপমাত্রা। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা সেভাবে নেই। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। মকর সংক্রান্তির স্নানে থাকবে না শুষ্ক শীতের আবহাওয়া। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি।
কুয়াশার (Fog) দাপট অব্যাহত রাজ্যে। বিশেষত উত্তরবঙ্গে (North Bengal) আজও ঘন কুয়াশার সতর্কতা। শীতল দিনের পরিস্থিতি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঠান্ডা ও কুয়াশা থাকবে। এই তিন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে এই তিন জেলা। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ঘন কুয়াশার সতর্কতা।
[আরও পড়ুন: মস্কো থেকে গোয়ায় ফেরা বিমানে বোমাতঙ্ক! ২৪৪ জন যাত্রী নিয়ে গুজরাটে জরুরি অবতরণ]
দক্ষিণবঙ্গে (South Bengal) মঙ্গলবার শীতের আমেজ থাকবে রাজ্যে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে রাজ্যে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। রাত কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। তবে জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে, ফলে শীতভাব বেশি অনুভূত হবে।
[আরও পড়ুন: IS জঙ্গিদের জেরায় হদিশ, কলকাতা পুলিশের অভিযানে মধ্যপ্রদেশে গ্রেপ্তার মডিউলের মাথা]
কলকাতায় আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা ধোঁয়াশা বা কুয়াশা পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৮৭ শতাংশ। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবারের পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।