shono
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদে সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের! চাঞ্চল্য এলাকায়

রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
Published By: Subhankar PatraPosted: 08:55 AM Jun 15, 2025Updated: 09:53 AM Jun 15, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা: ফের উত্তেজনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। এবার বিএসএফ শিবিরে। নিজেদের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ জওয়ান। সহকর্মীর গুলিতে বিদ্ধ হয়ে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে আটক করেছে বিএসএফ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রতন সিংহ। তিনি রাজস্থানের বাসিন্দা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানের পাহাড়ঘাটি এলাকায় কর্মরত ছিলেন। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ সহকর্মীর গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কেন গুলি?

বিএসএফ ও পুলিশের প্রাথমিক অনুমান, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কোনও ব্যক্তিগত কারণে বচসায় জড়িয়ে পড়েন রতন। তখনই সহকর্মী কনস্টেবল মিশ্রা গুলি চালায় বলে অভিযোগ। অভিযুক্ত জওয়ানকে আটক করেছে বিএসএফ। ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিএসএফের নিজেদের মধ্যেই ঝামেলায় জওয়ানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক শোরগোল মুর্শিদাবাদজুড়ে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন বিএসএফের শীর্ষ আধিকারিকরা। তদন্ত করছে পুলিশও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের উত্তেজনা সামশেরগঞ্জে। এবার বিএসএফ শিবিরে।
  • নিজেদের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ জওয়ান। সহকর্মীর গুলিতে বিদ্ধ হয়ে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
  • ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে আটক করেছে বিএসএফ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
Advertisement