shono
Advertisement
Sheikh Shahjahan

শেখ শাহজাহানের হাতে 'খুন' বাবা, আতঙ্কে গ্রামছাড়া ছাত্রের তাক লাগানো ফল উচ্চ মাধ্যমিকে

আইপিএস অফিসার হওয়াই ওই ছাত্রের লক্ষ্য।
Published By: Tiyasha SarkarPosted: 03:45 PM May 09, 2024Updated: 03:46 PM May 09, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: শাহজাহান শেখ (Shahjahan Sheikh) ও তাঁর শাগরেদদের হাতে 'খুন' হয়েছিলেন বাবা। উচ্চ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করল সন্দেশখালির সেই মৃতের ছেলে। তার প্রাপ্ত নম্বর ৪৮৩। আইপিএস অফিসার হওয়াই তার লক্ষ্য।

Advertisement

সন্দেশখালির বাসিন্দা ছিলেন প্রদীপ মণ্ডল। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিল সংসার। যে শেখ শাহজাহানকে কেন্দ্র করে বর্তমানে তোলপাড় রাজ্য-রাজনীতি, তার সঙ্গে মণ্ডল পরিবারের যোগ রয়েছে সরাসরি। ২০১৯ সালে সন্দেশখালিতে খুন হন প্রদীপ মণ্ডল। অভিযোগ, এই খুনের নেপথ্যে শেখ শাহজাহান। তার পর দীর্ঘদিন গ্রামে থাকলেও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। তাঁদের বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়। ভয়ে ২০২১ সালে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন মৃতের স্ত্রী।

[আরও পড়ুন: বাংলার প্রথম ৩ দফার ভোটের প্রশংসা কমিশনের, চতুর্থ দফায় একই মডেলের ভাবনা

পরবর্তীতে দুই ছেলেকে নিয়ে প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা চলে যান সোনারপুরে। সেখানেই নতুন করে শুরু করেন জীবনযুদ্ধ। অভাবের মাঝেই ছেলেদের পড়াশোনা চালিয়ে নিয়ে গিয়েছেন তিনি। এবার উচ্চ মাধ্যমিক দেয় মৃতের ছেলে প্রীতম। কলা বিভাগের ছাত্র ছিল সে। পেয়েছে ৪৮৩। ছেলের সাফল্যে গর্বিত মা। এবার আইপিএস হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রীতম। তার ভাই এবার দ্বাদশ শ্রেণির ছাত্র। প্রসঙ্গত, এখনও মণ্ডল পরিবারের কিছু ভেড়ি ও জমি রয়েছে। সেগুলো দেখাশোনা করতে মাঝে মধ্যে গ্রামে যেতে হয় তাঁদের। কিন্তু তা খুবই কম সময়ের জন্য।

[আরও পড়ুন: ‘ফুলকুমারি’ সেজেই মেট গালায়, ‘লাপাতা লেডিজ’-এর নিতাংশিকে দেখে আপ্লুত নেটপাড়া]

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহজাহান শেখ ও তাঁর শাগরেদদের হাতে 'খুন' হয়েছিলেন বাবা।
  • উচ্চ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করল সন্দেশখালির ওই বাসিন্দার ছেলে। তার প্রাপ্ত নম্বর ৪৮৩।
  • আইপিএস অফিসার হওয়াই তার লক্ষ্য।
Advertisement