shono
Advertisement
John Barla

বার্লার বাড়িতে একঝাঁক পদ্মনেতা, দূরত্ব কাটিয়ে ছাব্বিশের আগে ফের সক্রিয় প্রাক্তন সাংসদ?

রবিবার সকালে জন বার্লার বাড়িতে গিয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী-সহ বাংলার বিজেপি নেতারা।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:00 PM May 11, 2025Updated: 06:03 PM May 11, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের কি পদ্মে সক্রিয় হচ্ছেন জন বার্লা? রবিবাসরীয় সকালে প্রাক্তন সাংসদের বাড়িতে একঝাঁক বিজেপি নেতার উপস্থিতিতে এমনই গুঞ্জন ছড়িয়েছে উত্তরের চা বলয়ে। রবিবার সকালে জন বার্লার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ, কালচিনির বিধায়ক বিশাল লামা-সহ আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস। আর এতেই মনে করা করা হচ্ছে বিজেপিতে আবার সক্রিয় হতে চলেছেন জন বার্লা।

Advertisement

তবে বার্লার ঘনিষ্ঠ মহলের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।  গত ২৩ এপ্রিল কিডনি জনিত সমস্যায় প্রয়াত হন জন বার্লার স্ত্রী মহিমা বার্লা। রবিবার তাঁর স্মরণসভার আয়োজন করা হয় লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে। সেখানেই উপস্থিত হন বিজেপি নেতারা। বার্লার কথায়, "আমার স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে ওঁনারা এসেছিলেন। এর জন্য আমি কৃতজ্ঞ।" 

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়াতে শুরু করেন বার্লা। প্রকাশ্যে দলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে দল। এরই মধ্যে বার্লার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা বাড়তে দেখা যায়। কয়েকমাস আগে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে উত্তরবঙ্গে এসেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। এতেই তাঁর ঘাসফুলে যোগ দেওয়ার সম্ভবনা প্রবল হয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি তিনি।

এরই মধ্যে ছাব্বিশের ভোটের আগে বার্লার বাড়িতে একঝাঁক বিজেপি নেতার উপস্থিতি বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে যার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দেখা গিয়েছে বার্লাকে সেই মনোজ টিগ্গার উপস্থিতি নিয়েও শুরু হয়েছে চর্চা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবাসরীয় সকালে প্রাক্তন সাংসদ জন বার্লার বাড়িতে যান একঝাঁক বিজেপি নেতা।
  • যা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে উত্তরের চা বলয়ে।
  • জন বার্লার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-সহ একঝাঁক বিজেপি নেতা।
Advertisement