শংকরকুমার রায়, রায়গঞ্জ: বন্ধুর সঙ্গে ঠাট্টার শাস্তি! কামড়ে আঙুল ছিঁড়ে নিলেন যুবক। পালটা অভিযুক্তের বুকে কামড় দেন সেই বন্ধু। বুধবার রাতের বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানা-পুলিশ হয়েছে। আপাতত উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জের হাসপাতালে ভর্তি আঙুলহারা ওই যুবক।
এসএসবি-তে কর্মরত রবি বর্মন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চান্দুলির বাসিন্দা। পাশের গ্রাম পোয়ালতোড়ের বাসিন্দা মিঠু রায়, পেশায় চাষি, রবি বর্মনের বন্ধু। বুধবার রাতে পোয়ালতোড় গ্রামের লটারির দোকানের পাশে বসে দুজনে আড্ডা দিচ্ছিলেন। অভিযোগ, মিঠুর পেশা নিয়ে ঠাট্টা তামাশা করছিলেম রবি। ঠাট্টা করতে করতে মিঠুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন রবি। তার প্রতিবাদ করেছিলেন মিঠু। বলেছিলেন, এসএসবি-তে চাকরি করিস। তার পরেও এভাবে অকথ্য গালিগালাজ করছিস কেন?
[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]
কথা কাটাকাটির মাঝেই রবি বর্মনকে চড় কষান মিঠু। সেই সময় তাঁর বুড়ো আঙুল কামড়ে ছিড়ে নেন রবি। পালটা বন্ধুর বুকে কামড় বসান মিঠু। এর পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুল নিয়ে সরাসরি থানার দ্বারস্থ হন তিনি। পুলিশ তাঁকে হাসপাতালের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন মিঠু রায়। তবে বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তিনি।