সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহে (Maldah) ঢোকার মুখেই ফের রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’য় হামলার অভিযোগ। বুধবার দুপুরে বিহার থেকে বাংলার মালদহে ঢোকার সময়েই ঢিল ছুড়ে রাহুলের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, ”আমি গাড়ির ভিতরে ছিলাম। পিছন থেকে কারা ঢেলা ছুড়েছে, দেখতে পাইনি। তবে এখানে প্রতি পদে পদে রাহুলকে বাধা দেওয়া হয়েছে।” এর পর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ”বুঝে নিন, কারা হামলা চালিয়েছে। আমরা এখানে জানি, অতিথি দেব ভব। কিন্তু বাংলায় রাহুল গান্ধীর যাত্রা ঢোকার পর থেকেই বাধা দেওয়া হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে। প্রতি পদে অপমান, সভা করতে না দেওয়া, যা যা বিরোধিতা করার, সব হচ্ছে।”
বিহার হয়ে আজ অর্থাৎ বুধবার দ্বিতীয়বার বাংলায় ঢুকছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। বুধবার রাহুল গান্ধীর যাত্রা মালদহে ঢোকার পর পরই হামলার অভিযোগ উঠল তাঁর গাড়িতে। রাহুলের সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী থেকে কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ। ভালুকার সেচদপ্তরের বাংলোয় তাঁদের মধ্যাহ্ন ভোজনের (Lucnh) জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কংগ্রেসের মালদহের কার্যকরী সভাপতি কালীসাধন রায় চিঠি লিখেছিলেন সেচ দপ্তরের সচিবকে। কিন্তু অনুমতি মেলেনি। এমনকী গণি খানের পরিবারের তরফেও অনুমতি চাওয়া হলে মেলেনি।
[আরও পড়ুন: অস্ত্র হাতে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা! রুখে দাঁড়ালেন লাদাখের মেষপালকেরা, ভাইরাল ভিডিও]
অন্যদিকে, রাহুলের ‘ন্যায় যাত্রা’য় বার বার বাধা, হামলার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠি পাঠিয়ে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছিলেন। তাঁর আশঙ্কাই যে সত্যি হল, তা মালদহে ঢোকার পরই বোঝা গেল। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) এনিয়ে বলেন, ”বাংলা-বিহার সীমানায় এই হামলা কারা চালাল, তার যৌথ তদন্ত হওয়া দরকার। দুই রাজ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে।” তবে এসবের পরও তৃণমূল বিরোধিতায় নারাজ কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশ। তাঁর কথায়, ”INDIA জোট মজবুত। কংগ্রেস নেতাদের মনে রাখতে হবে, এই জোট বিজেপিকে হারানোর। তার সঙ্গে রাজ্যে দলের অবস্থানের কোনও সম্পর্ক নেই। মমতা আমাদের প্রেরণা।”
[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]
এদিকে, আজও মালদহে সরকারি সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করতে পিছপা হননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গণি খানের ভিতে দাঁড়িয়ে রাহুলকে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করে ‘একলা চলো’ বার্তা দিয়েছেন তিনি।