shono
Advertisement

টিবি ছোঁয়াচে, অভিযোগে প্রেসিডেন্সির ছাত্রকে ফেরাল হাসপাতাল

অভিযোগ, প্রতিবাদ করে কপালে জুটেছে অপমান৷ The post টিবি ছোঁয়াচে, অভিযোগে প্রেসিডেন্সির ছাত্রকে ফেরাল হাসপাতাল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Feb 17, 2017Updated: 09:59 AM Feb 17, 2017

স্টাফ রিপোর্টার: টিবি হয়েছে৷ আর তা নাকি ছোঁয়াছে রোগ৷ এই অজুহাতে অসুস্থ ছাত্রর চিকিৎসা করতে অস্বীকার করা হয়েছে৷ এমনই অভিযোগ উঠল মগরাহাট গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷

Advertisement

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মির আবদুর৷ বিষয় তাঁর অঙ্ক৷ কিন্তু টিউবারকিউলোসিস বা টিবি কেমন করে ছোঁয়াচে হতে পারে তা এখনও মিলিয়ে উঠতে পারছেন না তিনি৷ মগরাহাট এলাকাতেই বাড়ি মিরের৷ সেই কারণেই নীলরতন সরকার হাসপাতাল থেকে স্থানীয় মগরাহাট গ্রামীণ হাসপাতালে রেফার করা হয় টিবি আক্রান্ত ছাত্রকে৷

দগ্ধ বৃদ্ধা পড়ে রইলেন উদ্যানে, দর্শক প্রতিবেশী

অভিযোগ, স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া মাত্রই প্রথমে তাঁকে বলা হয় টিবি ছোঁয়াচে রোগ৷ তাই তাঁর চিকিৎসা করা সম্ভব নয়৷ এই ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেন মির৷ কিন্তু তাঁর কথায় কান দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ উল্টে তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ৷ পরে তাঁকে বলা হয়, আগামী সপ্তাহে আসতে৷ তখন ভেবে দেখা হবে যে আদৌ তাঁর চিকিৎসা করা হবে কি না৷

শুক্রবারই মির অভিযোগ জানিয়ে সুপারের উদ্দেশে একটি চিঠি পাঠান৷ স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি৷

খেয়ালি আবহাওয়া, বাড়ছে পক্সের দাপট

The post টিবি ছোঁয়াচে, অভিযোগে প্রেসিডেন্সির ছাত্রকে ফেরাল হাসপাতাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement