shono
Advertisement

আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের

ভয় দেখিয়ে মহিলা হোমগার্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক! The post আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Jun 26, 2018Updated: 06:26 PM Jun 26, 2018

নন্দন দত্ত, সিউড়ি: একজন কনস্টেবল৷ আর একজন মহিলা হোমগার্ড৷ কাজের সূত্রেই দু’জনের ঘনিষ্ঠতা৷ এক আত্মীয়কে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে কনস্টেবল টাকা নিয়েছেন বলে অভিযোগ৷ মহিলা হোমগার্ডের দাবি, টাকা নিলেও, চাকরি করে দিতে পারেননি তিনি৷ উলটে টাকা চাইতে গেলে অভিযুক্ত ও তাঁর স্ত্রী বেধড়ক মারধর করেছেন৷ হাসপাতালে ভরতি ওই মহিলা হোমগার্ড৷ শুধু তাই নয়, ভয় দেখিয়ে তাঁকে শারীরিক সম্পর্কে স্থাপনে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনাস্থল বীরভূম সিউড়ি৷ এখনও পর্যন্ত থানায় অবশ্য লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

Advertisement

[মায়ের কাপড় নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস, মৃত্যু শিশুকন্যার]

অভিযোগকারী ও আক্রান্ত দু’জনেই সিউড়ি থানায় কর্মরত৷ মহিলা হোমগার্ডের দাবি, সিউড়ি থানায় চাকরি করতে গিয়েই অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে আলাপ হয় তাঁর৷ কিন্তু, ওই কনস্টেবল যে বিবাহিত, সেকথা জানতেন না তিনি৷ ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে৷ লজে গিয়ে একসঙ্গে সময়ও কাটিয়েছেন তাঁরা৷ সেখানে বান্ধবীর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করেন অভিযুক্ত কনস্টেবল৷ আক্রান্তের অভিযোগ, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দিতেন তিনি৷ বলতেন, তাঁর শারীরিক সম্পর্ক না রাখলে, অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেবেন৷ এভাবেই চলছিল৷ এরপর এক আত্মীয়কে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে ওই মহিলার কাছ থেকে অভিযুক্ত টাকা নেন বলে অভিযোগ৷

বীরভূমের সিউড়ি থানার ওই মহিলা হোমগার্ডের দাবি, টাকা নিয়েও চাকরি করে দিতে পারেননি অভিযুক্ত কনস্টেবল৷ সোমবার সন্ধ্যায় যখন টাকা চাইতে অভিযুক্তের বাড়িতে যান, তখন তিনি ও তাঁর স্ত্রী বেধড়ক মারধর করেন৷ এমনকী, ওই মহিলার সঙ্গে সম্পর্কের কথাও ওই কনস্টেবল অস্বীকার করেন বলে অভিযোগ৷ গুরুতর জখম ওই মহিলা হোমগার্ড এখন ভরতি সিউড়ি হাসপাতালে৷ এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি৷ তবে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷

ছবি: বাসুদেব ঘোষ

[‘যাবেন না স্যর’, থানার বড়বাবুর পথ আটকে গোটা গ্রাম]

The post আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement