নিরুফা খাতুন: 'পৌষ তোদের ডাক দিয়েছে...'। তবে পৌষের পয়লা দিন অর্থাৎ শীতের আনুষ্ঠানিক আগমন থেকে বঙ্গে ঠিক উলটো চিত্র। জাঁকিয়ে ঠান্ডা পড়ার বদলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টায় তা আরও চড়বে পারদ। তা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ, শীতের আমেজ আরও কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গে শীতের দাপুটে ইনিংসের পথে কাঁটা নিম্নচাপ। একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আপাতত এর অবস্থান। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হতে চলেছে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। তবে এর প্রভাবেই মঙ্গলবার থেকে সামান্য বেড়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়তে চলেছে। এছাড়া নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
উত্তরবঙ্গে চলতি সপ্তাহে ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ২০০মিটার বা তার কম থাকবে। বুধবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ। হালকা থেকে খুব হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। শহরে শীতের আমেজ ধীরে ধীরে কমছে। কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে পারদ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৪ শতাংশ।