shono
Advertisement

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে কমল তাপমাত্রা, সাতসকালে বীরভূমে বজ্রপাতে মৃত ১

আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Posted: 11:18 AM Aug 07, 2023Updated: 11:33 AM Aug 07, 2023

নিরুফা খাতুন: রবিবার দিনভর আকাশের মুখভার ছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে টানা বৃষ্টিতে (Rain)। যার জেরে দিন ও রাতের তাপমাত্রা কমল ২ থেকে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবারও প্রায় একই আবহাওয়া। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি চলছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। আর এর মাঝেই ঘটে গেল বিপত্তি। বীরভূমের (Birbhum) মল্লারপুরে সাতসকালে বজ্রপাতে মৃত্যু হল একজনের।

Advertisement

সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টি চলবে। কলকাতায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দিনভর মূলত মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় (Kolkata) সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার। মঙ্গলবারও সারাদিন এমনই আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

[আরও পড়ুন: জামিনের পর আরও বড় স্বস্তি, এবার লোকসভার সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী]

এদিকে সোমবার সকালে বৃষ্টি ও বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বামাপদ পাল, বয়স ৬৭ বছর। তাঁর বাড়ি মল্লারপুর থানার বড়তুড়ি গ্রামে। স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি, প্রতিদিনের মতো সোমবার সকালেও মাঠের কাজে গিয়েছিলেন বামাপদ। সেই সময় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাজ পড়ে। ফাঁকা জায়গায় বজ্রপাতের (Lightening) সময় কোথাও মাথা গোঁজার ঠাঁই পাননি তিনি। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন: নেপাল সীমান্তে ISI ডেরা, দোসর চিনা চরও! ‘জোড়া ফলা’ থেকে রাজ্যকে সতর্ক গোয়েন্দাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement