shono
Advertisement
KKR

ভেঙ্কটেশ মারলেন চার, নাইটদের স্কোরবোর্ডে উঠল পাঁচ রান, নেপথ্যে পাঞ্জাব তারকার আজব কাণ্ড!

অতিরিক্ত এক রানেরই বা ফায়দা তুলতে পারল কোথায় নাইটরা?
Published By: Arpan DasPosted: 03:24 PM Apr 16, 2025Updated: 03:25 PM Apr 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারের নির্দেশ দিলেন আম্পায়ার। কিন্তু স্কোরবোর্ডে উঠল ৫ রান। ঠিক এই ঘটনারই সাক্ষী থাকল কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচ। ভেঙ্কটেশ আইয়ার চার মারলে স্কোরবোর্ডে এক রান বেশিই উঠল। যার নেপথ্যে পাঞ্জাবের জাভিয়ের বার্টলেটের আজব কাণ্ড।

Advertisement

ঠিক কী ঘটল মুলানপুরে? মাত্র ১১২ রান তাড়া করতে নেমেছিল নাইট রাইডার্স। রাহানের উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ আইয়ার। মাত্র ৭ রানে আউট হন তিনি। তার মধ্যে ৪ রানই এল 'কপালজোরে'। অথচ তাঁর নামের পাশে কোনও চার নেই। চাহালের ওভারের পঞ্চম বলে ব্যাকওয়ার্ডস স্কোয়ার লেগে পাঠান নাইট রাইডার্সের সহ-অধিনায়ক।

সেটাতে এক রানই হত। বলও পাঞ্জাবের বার্টলেটের হাতে চলে আসে। তিনি বল ছুড়তে গেলেই বাঁধে গণ্ডগোল। কিপারের হাতে নয়, তাঁর হাত ফসকে বল চলে যায় বাউন্ডারির বাইরে। আর সেই কারণে কেকেআরের খাতায় ৫ রান যুক্ত হয়। কারণ আম্পায়ারের মতে, এটা ফিল্ডিং মিস নয়, এটা ওভারথ্রো। সেই কারণে অতিরিক্ত এক রান দেওয়া হয়। বার্টলেটের কাণ্ড দেখে মাথায় হাত দেন পাঞ্জাবের অন্য প্লেয়াররাও।

যদিও এই 'বাড়তি' রান কোনও কাজেই লাগেনি। ১৬ রানে হারে নাইট রাইডার্স। লকি ফার্গুসন চোট পাওয়ায় প্রথম একাদশে সুযোগ পান অজি পেসার। নাইটদের বিরুদ্ধে ৩০ রান দিয়ে এক উইকেট পান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চারের নির্দেশ দিলেন আম্পায়ার। কিন্তু স্কোরবোর্ডে রান উঠল ৫ রান। ঠিক এই ঘটনারই সাক্ষী থাকল কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচ।
  • ভেঙ্কটেশ আইয়ার চার মারলে স্কোরবোর্ডে এক রান বেশিই উঠল।
  • যার নেপথ্যে পাঞ্জাবের জাভিয়ের বার্টলেটের আজব কাণ্ড।
Advertisement