shono
Advertisement

মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ শোভনদেবের, জয় নিয়ে আত্মবিশ্বাসী খড়দহের TMC প্রার্থী

পুজোর সময় প্রচারে থাকছেন না প্রার্থী।
Posted: 12:19 PM Oct 07, 2021Updated: 01:12 PM Oct 07, 2021

অর্ণব দাস, বারাসত: পুজো মিটলেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর তাই বৃহস্পতিবার বারাকপুরের মহকুমাদপ্তরে মনোনয়নপত্র জমা করলেন খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandeb Chattopadhyay)। এদিন সকালে খড়দহের শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে মনোনয়পত্র জমা করতে যান তিনি। মন্দিরে পুজো দেওয়ার পর তাঁর মাথায় ছিল লাল ‘চুনরি’।

Advertisement

৩০ সেপ্টেম্বর খড়দহ (Khardah)-সহ রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (West Bengal By Election)। ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয়েছিল তৃণমূল প্রার্থী কাজল সিনহার। তাঁর পরিবর্তে এবার প্রার্থী হয়েছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নাম ঘোষণার পর থেকেই জোরদার প্রচার চালাচ্ছেন তিনি। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পুজোর সময় প্রচার করবেন না তিনি। পুজোর আগে এদিন মনোনয়নপত্র জমা করলেন তিনি।

[আরও পড়ুন: বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদবৃদ্ধি, ছাঁটাই শুধুই সময়ের অপেক্ষা?]

 

সকাল সকাল কোভিডবিধি মেনে কয়েকজন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে খড়দহের শ্যামসুন্দর ও কালী মন্দিরে পুজো দেন শোভনদেববাবু।  প্রার্থীর মাথায় ‘চুনরি’ বেঁধে দেন মন্দিরের পুরোহিত। মন্দির থেকে বেরিয়ে শোভনদেব বলেন, “খড়দহে প্রথম যেদিন এসেছিলাম সেদিন শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়েছিলাম। এদিনও সেখানে পুজো দিয়ে মনোনয়ন জমা করতে যাচ্ছি। প্রার্থনা করলাম, আশীর্বাদ চাইলাম। বিধানসভা ভোটে এখনও পর্যন্ত হারিনি। এবারও জেতার প্রার্থনা করলাম।”

[আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের জেরে পুজোয় তিনদিন বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যেতে পারে ঠাকুর দেখার প্ল্যান]

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। ফল প্রকাশের পর জানা যায়, তিনি জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ভবানীপুরের বিধায়ক পদ ছাড়েন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে শুরু করেছিলেন। কানাঘুষো শুরু হয়, খড়দহ থেকেই উপনির্বাচনে লড়াই করবেন তিনি। এখনও দলের তরফে প্রার্থীর নাম ঘোষণা না হলেও শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে খড়দহে শুরু হয়েছে প্রচার। প্রয়াত কাজল সিনহার আসনে লড়ছেন তিনি। কাজল সিনহার স্ত্রী জানিয়েছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর দাদার মতো। প্রয়োজনে তাঁর হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করবেন প্রয়াত তৃণমূল নেতার স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার