সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিজেপির মহিলা নেত্রীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। সেই ঘটনা ঘিরে উত্তেজনা দুর্গাপুরের বিধাননগর স্টেট ডেয়ারি এলাকায়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এর মধ্যে কোনও রাজনীতি নেই, ভিত্তিহীন অভিযোগ। পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।

অভিযোগ, স্রেফ বিজেপি করার অপরাধে সক্রিয় এক বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হল এলোপাথারি ঢিল। আর সবটাই পুলিশের সামনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ভিডিও ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। অভিযোগ, গত শুক্রবার এলাকারই একটি দোকানে জিনিস কিনতে যান দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী। সেখানে জিনিস কেনা ঘিরে শুরু হয় বচসা। যার রেশ এসে পড়ে গতকাল শনিবার।
এরাই হামলা চালান বলে অভিযোগ।
বিজেপি নেত্রীর অভিযোগ, বেশ কয়েকজন বাড়ির সামনে এসে এলোপাথাড়ি ঢিল মারতে থাকেন। স্বামী, ছেলে, বাড়ির পোষ্য সারমেয়কে মেরে ফেলার হুমকি দেন। স্থানীয় বিধাননগর ফাঁড়িতে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের সামনেও অনবরত সেই হামলা চলতে থাকে বলে অভিযোগ। ঝুমা চক্রবর্তীর দাবি, ২০২১ সালের পর থেকেই তাঁদের তৃণমূল করার জন্য চাপ দেওয়া হতে থাকে। কিন্তু ওই পরিবার সেই প্রস্তাবে রাজি নয়। এমনকী স্রেফ বিজেপি করার অপরাধে সামাজিকভাবে তাঁদের বয়কট করাও হচ্ছে।
ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই। তিনি বলেন, "যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজনে বিজেপি কর্মীরা বিধাননগর ফাঁড়ির সামনে গিয়ে বসে পড়বে।" যদিও এইসব অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির পায়ের তলায় মাটি নেই। সেজন্য এসব নাটক করছে।" ঘটনায় দু'পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।