shono
Advertisement
bengal government

দুর্যোগ মোকাবিলায় বর্ষার আগেই প্রস্তুতি শুরু রাজ্যের, বরাদ্দ ১৫০ কোটি, দ্রুত টেন্ডারের নির্দেশ

স্টেট ডেভলপমেন্ট স্কিমের আওতায় এই বরাদ্দ অর্থে সাতটি ডাইরেক্টরেটে চার ধরনের কাজের কথা বলা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:21 PM Mar 11, 2025Updated: 09:21 PM Mar 11, 2025

মলয় কুণ্ডু: সবে গরমের শুরু। বর্ষা রাজ্যে ঢুকতে অনেক দেরি। কিন্তু আগেভাগেই বৃষ্টি ও বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করল রাজ্য। দুর্যোগ মোকাবিলায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করল রাজ‌্য সরকার। এই অর্থে বর্ষার আগেই একদিকে বিভিন্ন সেতুর মেরামতি ও পাশাপাশি বন‌্যা মোকাবিলার জন‌্য যাবতীয় জিনিসপত্র কেনার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন‌্য দ্রুত টেন্ডার করতে বলা হয়েছে নির্দিষ্ট ডাইরেক্টরেটগুলিকে।

Advertisement

প্রতিবছর রাজ্যের প্রান্তিক এলাকাগুলি বর্ষার সময় বন্যার কবলে পড়ে। বিপর্যস্ত হয় জনজীবন। এছাড়া ফি বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় রাজ্যের দিকে ধেয়ে আসছে একের পর এক ঘূর্ণিঝড়। ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক প্রভাব পড়ে। বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। গত বছরও প্রাকৃতির দুর্যোগের মুখে পড়েছে বাংলা।

চলতি বছর বন্যায় সেই অবস্থা এড়াতে অনেক আগে থেকেই ব্যবস্থা নিতে শুরু করল সরকার। সেচ দপ্তর সূত্রে খবর, স্টেট ডেভলপমেন্ট স্কিমের আওতায় এই বরাদ্দ অর্থে সাতটি ডাইরেক্টরেটে চার ধরনের কাজের কথা বলা হয়েছে।

এই টাকায় কী কী কাজ করা হবে? ১) বন‌্যা মোকাবিলার জন‌্য বিভিন্ন জিনিসপত্র, যেমন বাঁশ, বালির বস্তা, বালি, অস্থায়ী পাম্প-সহ অন‌্যান‌্য জিনিস কিনতে হবে। ২) বন‌্যা নিয়ন্ত্রণে জন‌্য দরকারি স্লুইস গেট, রেগুলেটরস, ইনলেটস-এর মেরামতি ও রক্ষণাবেক্ষণ করতে হবে। ৩) বাঁধ, নদীর তীর, নিকাশি নালা, সেচ নালার ছোটখাটো মেরামতির কাজ হবে। ৪) পাম্প ও তার যন্ত্রাংশের মেরামতি। আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখায় দুর্যোগ মোকাবিলায় অনেকটা এগিয়ে থাকা যাবে বলে মত ওয়াকিবহল মহলের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবে গরমের শুরু। বর্ষা রাজ্যে ঢুকতে অনেক দেরি।
  • কিন্তু আগেভাগেই বৃষ্টি ও বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করল রাজ্য।
  • দুর্যোগ মোকাবিলায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
Advertisement