shono
Advertisement

হাঁটু ভাঙা-দাঁত তোলার পর, এবার নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার নিদান উদয়নের

রাজ্যের মন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব বিজেপি।
Posted: 09:13 PM Oct 26, 2022Updated: 09:15 PM Oct 26, 2022

বিক্রম রায়, কোচবিহার: ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার নিদান দিলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, ভোটে জেতার পর থেকে এলাকায় ঢোকেননি নিশীথ। স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Advertisement

বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে জেতার মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল হেরে গিয়েছে। নিশীথ প্রামাণিক জয়ী হওয়ার পর এলাকায় ঢোকেনি।” এরপর মন্ত্রী আরও বলেন, “এই লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপরে নেওয়ার বন্দোবস্ত করতে হবে। আপনারা সেইভাবে এলাকায় এলাকায় মানুষকে তৈরি করবেন।”

[আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার তত্ত্ব খারিজ! ডায়মন্ড হারবারে কালীমূর্তি ভেঙেছেন কারিগররাই, দাবি পুলিশের]

উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন কোচবিহারের বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়। বলেন, “মন্ত্রীর (উদয়ন গুহ) পাশে লোক নেই। তিনি নিজের বিধানসভা এলাকাতেই কোণঠাসা হয়ে পড়েছেন। তাই এই ধরণের বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমে থাকার আপ্রাণ চেষ্টা করছেন। তবে গতবার লোকসভায় যেভাবে তিনি যোগ্য জবাব পেয়েছিলেন এবার পঞ্চায়েত এবং লোকসভাতেও মানুষ তাঁকে যোগ্য জবাব দেবেন।”

সপ্তাহখানেক আগে হাঁটু ভাঙার দাওয়াই দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা কম হয়নি। তবে তাতেও দমতে নারাজ উদয়ন। দিন কয়েক আগে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, “বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে।” তাঁর সুরে সুর মিলিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, “সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে।” এবার সরাসরি বিজেপি সাংসদের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী।

[আরও পড়ুন: উন্নয়নের টাকা থেকে কে কে পান কাটমানি? প্রকাশ্যেই তালিকা দিলেন বড়ঞার ওসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার