shono
Advertisement
Humayun Kabir

জমি 'দখল' করে বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কৃষকের

'জীবন দিয়ে বাবরি মসজিদ গড়ব', হুঙ্কার ভরতপুরের বিধায়কের।
Published By: Sayani SenPosted: 06:01 PM Nov 26, 2025Updated: 06:12 PM Nov 26, 2025

কল্যাণ চন্দ, বহরমপুর: দলের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন। 'বিতর্কে' নাম জড়িয়েছে তাঁর। দলের পক্ষ থেকে সতর্ক করেও লাভ হয়নি। পরিবর্তে নতুন দলগঠনের হুঙ্কার দিয়েছেন। স্থির করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন। আগামী ৬ ডিসেম্বরে সেই অনুষ্ঠানের আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ।

Advertisement

আগামী ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। সেই উপলক্ষে গান্ধীমূর্তির সামনে তৃণমূল সংহতি দিবসের ডাক দিয়েছে। তবে তাতে যোগ দিচ্ছেন না হুমায়ুন কবীর। বরং ওইদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলেই জানান। জানা গিয়েছে, বেলডাঙার বাসিন্দা তাজিমুদ্দিন চৌধুরী ওরফে মিলনের জমিতে বাবরি মসজিদের শিলান্যাস করতে চান হুমায়ুন কবীর। পেশায় কৃষক তাজিমুদ্দিনের মোট ৬ বিঘা জমি রয়েছে। তাঁর দাবি, ওই জমি তিনি বিক্রি করবেন না। চান না ওই জমিতে গড়ে উঠুক বাবরি মসজিদ। তবে তা সত্ত্বেও ওই জমিতে বাবরি মসজিদ শিলান্যাসের এলাহি আয়োজন শুরু হয়েছে। জমির মালিকের সঙ্গে কথা না বলে কীভাবে সেখানে একজন জনপ্রতিনিধি বাবরি মসজিদের শিলান্যাস করার প্রস্তুতি নিতে শুরু করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে, বুধবার সকাল থেকে ওই জমিতে সীমানা দেওয়ার কাজ শুরু করেছেন চাষি। কাউকে ওই জমিতে ঢুকতে দেবেন না বলে জানান তিনি।

বুধবার বিকেলে বহরমপুরে নিজস্ব ফ্ল্যাটে বসে হুমায়ুন (Humayun Kabir) অবশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেন, "বেলডাঙ্গায় একাধিক জায়গা দেখা রয়েছে। আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই। কোনও শক্তি রোধ করতে পারবে না।" হুমায়ুনের কথায়, "জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার একার নয়। দরকার হলে লড়াই হবে।" বেলডাঙার এবং রেজিনগরের বিধায়ক তাঁকে বাবরি মসজিদ তৈরিতে কোনওরকমে সাহায্য করছেন না বলেও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। প্রয়োজনে জীবন দিয়ে বাবরি মসজিদ গড়বেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমি 'দখল' করে বাবরি মসজিদের শিলান্যাসের অভিযোগ।
  • হুমায়ুন কবীরেরর বিরুদ্ধে বিস্ফোরক দাবি কৃষকের।
  • 'জীবন দিয়ে বাবরি মসজিদ গড়ব', হুঙ্কার ভরতপুরের বিধায়কের।
Advertisement