shono
Advertisement
PM Modi on SIR

'অনুপ্রবেশকারী বাঁচাতেই SIR বিরোধিতা', বিহারের সঙ্গে তৃণমূলের 'জঙ্গলরাজ'কে মেলালেন মোদি

'বিহারের মতোই বাংলায় জঙ্গলরাজের অবসান হবে', দাবি প্রধানমন্ত্রীর।
Published By: Subhajit MandalPosted: 02:06 PM Dec 20, 2025Updated: 03:26 PM Dec 20, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোটমুখী বঙ্গে ফের পুরনো অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যে অস্ত্রে ভোটে লড়ে সেই ২০১৪ সাল থেকে লাগাতার ব্যর্থ হয়ে আসছে বিজেপি, সেই অনুপ্রবেশই ফের বঙ্গ বিজেপির হাতিয়ার হতে চলেছে, সেটা তাহেরপুরের ভারচুয়াল সভায় বুঝিয়ে দিলেন মোদি। তিনি বললেন, "তৃণমূল যে SIR বিরোধিতা করছে, সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে।"

Advertisement

বঙ্গে SIR খসড়া তালিকায় (Bengal SIR Draft Voter List) দেখা যাচ্ছে, বেশি নাম বাদ পড়েছে মতুয়া অধ্যুষিত এলাকাতেই। সেই মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর সভা। হাজার হাজার মতুয়া আশায় ছিলেন, তাঁদের আশঙ্কা নিবারণ করবেন প্রধানমন্ত্রী। কিন্তু কয়েক মিনিটের ভারচুয়াল ভাষণে প্রধানমন্ত্রী সে পথে হাঁটলেন না। বরং অনুপ্রবেশকারীদের আক্রমণ করে SIR-এর সমর্থনে যুক্তি খাড়া করার চেষ্টা করলেন। প্রধানমন্ত্রী বললেন, "তৃণমূল মোদি বিরোধিতা করছে, বিজেপি বিরোধিতা করছে, কিন্তু অনুপ্রবেশকারীদের বিরোধিতা তো করছে না। ওরা বলছে গো ব্যাক মোদি-একবারও বলছে না গো ব্যাক অনুপ্রবেশকারী।"

প্রধানমন্ত্রী বলছেন, 'অনুপ্রবেশকারীদের তৃণমূল খুব প্রিয়। কারণ অনুপ্রবেশকারীদের তৃণমূল লালন-পালন করছে।' মোদির দাবি, 'তৃণমূলের আমলে বাংলায় মহাজঙ্গলরাজ চলছে।' সদ্য বিহারে এনডিএর জয় এসেছে। সেই জয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী বিহারের সঙ্গে বাংলাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তাঁর কথায়, "গঙ্গা মাইয়া বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যায়। বিহারে যেমন এনডিএ জিতেছে, এবার বাংলাতেও তাই হবে। বিহারে জঙ্গলরাজের সমাপ্তি হয়েছে, এবার বাংলাতেও হবে।" আর এক প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উদাহরণও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। অথচ বাংলা পিছিয়ে যাচ্ছে। বিজেপিকে এবার সুযোগ দিন।"

তাৎপর্যপূর্ণ বিষয় হল, মোদি যে অনুপ্রবেশ ইস্যুতে তাহেরপুরের সভা থেকে এত হইচই করলেন, নির্বাচন কমিশন পরিচালিত SIR-এ বলছে, রাজ্যে সেই অনুপ্রবেশকারীর সংখ্যা নগণ্য। SIR-এ প্রাথমিকভাবে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তুলনায় অনেক ছোট রাজ্য বিজেপি শাসিত গুজরাট-মধ্যপ্রদেশে বাদ যাওয়া নামের সংখ্যাটা অনেক বেশি। শুভেন্দু অধিকারীরা যে কোটি কোটি রোহিঙ্গার কথা বলছিলেন, সেটারও হদিশ মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটমুখী বঙ্গে ফের পুরনো অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • অনুপ্রবেশই ফের বঙ্গ বিজেপির হাতিয়ার হতে চলেছে, সেটা তাহেরপুরের ভারচুয়াল সভায় বুঝিয়ে দিলেন মোদি।
  • তিনি বললেন, "তৃণমূল যে SIR বিরোধিতা করছে, সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে।"
Advertisement