shono
Advertisement

শুভেন্দুর কনভয়ের ধাক্কায় চণ্ডীপুরে মৃত্যু যুবকের, প্রতিবাদে আন্দোলনে নামছে তৃণমূল

রাস্তায় নামছেন সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতানেত্রী।
Posted: 09:02 AM May 05, 2023Updated: 03:43 PM May 05, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় এবার রাজনৈতিক রং। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের চণ্ডীপুরের কাছে দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারান স্থানীয় এক যুবক। জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ সাইকেলে তিনি রাস্তা পেরনোর সময় পিছন থেকে দ্রুতগতিতে একটি গাড়ি ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি তাঁকে ধাক্কা দিয়েছে। মারাত্মক যখম অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম শেখ ইসরাফিল। তিনি চণ্ডীপুরের (Chandipur) ভৈরবপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

দুর্ঘটনায় মৃত যুবকের সাইকেল।

তবে এই দুর্ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের ধাক্কাতেই মৃত্যু হয়েছে ইসরাফিলের। কনভয়ের (Convoy) সামনের দিকে থাকা গাড়ি তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগে সরব হন স্থানীয়রা। রাতেই রাস্তা অবরোধ শুরু হয়। উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি তোলেন তাঁরা। এর জেরে ১১৬বি জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। দিঘাগামী বহু গাড়ি পরপর রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাতে দ্রুত চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত (Accident) সাইকেলটিকেও তুলে নিয়ে যাওয়া হয়। তবে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কাতেই ইসরাফিলের মৃত্যু হয়েছে কিনা, তা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

[আরও পড়ুন: আত্মঘাতী স্ত্রী, শোকে জলের ট‌্যাঙ্কে উঠে আত্মহত‌্যার চেষ্টা যুবকের!]

তবে এই ঘটনার সঙ্গে সঙ্গেই আন্দোলনের রূপরেখা ঠিক করেছে তৃণমূল (TMC)। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে মেদিনীপুরের দায়িত্বে থাকা নেতৃত্ব পথে নামছে আজ সকাল থেকেই। চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ছাড়াও থাকবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, দেবাংশু ভট্টাচার্য, দোলা সেন, জয়া দত্ত, সুদীপ রাহারা।

[আরও পড়ুন: ‘আমি তো জীবন্ত লাশ’, মালদহে ‘তৃণমূলে নবজোয়ার’ মঞ্চ থেকে কেন একথা বললেন মমতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার