দেবব্রত মণ্ডল, বারুইপুর: এলাকায় মানুষদের ভয় দেখানো ও অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে তোলা আদায়, সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর অভিযোগ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক থানায় সমাজবিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ আছে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অনুপ পৈলান। তিনি খেয়াদহের বাসিন্দা। সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ সময় ধরে অনুপের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিল পুলিশ। সমাজবিরোধী কাজের অভিযোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় সৃষ্টি করতেন বলে অভিযোগ উঠছিল।
এই সবের মাঝেই নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ গোপন সূত্রে খবর পান যে, অনুপ পৈলান বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করছে। এরপর, তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনে অভিযান চালায়। সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ ধারণা এসব অস্ত্র ব্যবহার করে অনুপ এলাকার মানুষকে হুমকি দিত ও অপরাধমূলক কাজকর্ম চালাত। আরও জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এই অনুপের বিরুদ্ধে খেয়াদহ দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির অভিযোগ রয়েছে। ওই বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন শিশুও আহত হয়েছিল।
কেন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র মজুত করছিল? বড়সড় কোনও ছক ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। অনুপকে জিজ্ঞাসাবাদ করে পরাধমূলক কার্যকলাপ এবং তার সঙ্গে যুক্ত অন্য অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।