shono
Advertisement
Kalyani

আইপিএল চলাকালীন বড় সাফল্য পুলিশের, কল্যাণীতে গ্রেপ্তার বেটিং চক্রের পাণ্ডা

ধৃতকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
Published By: Suhrid DasPosted: 09:09 PM Mar 29, 2025Updated: 09:09 PM Mar 29, 2025

সুবীর দাস, কল্যাণী: আইপিএল জ্বরে আক্রান্ত গোটা বিশ্বের ক্রিকেট মহল। এই টুর্নামেন্ট ঘিরে বিভিন্ন জায়গায় বেটিং হওয়ার অভিযোগও উঠে আসছে। এবার বড় সাফল্য পেল কল্যাণী থানার পুলিশ। বেটিং চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করা হল। আজ শনিবার তাঁকে আদালতে তোলা হয়। আইপিএল চলাকালীন ওই ব্যক্তি বেটিংচক্র চালায় বলে অভিযোগ।

Advertisement

ধৃত ওই ব্যক্তির নাম সিকান্দর মাহাতো। নদিয়ার কল্যাণী থানার ভুট্টাবাজার এলাকায় তার বাড়ি। ওই ব্যক্তি বেটিংচক্র চালায় বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। কল্যাণী থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ধৃতের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইল দেখে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস ১১২ ও গ্যাম্বলিং এক্ট ৩/৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। এদিন ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আগে সে বেটিংচক্র চালাত। সেই কথা স্বীকার করেছে সিকান্দর মাহাতো। এবার সে বেটিংচক্ত চালাচ্ছে না। সেই কথা দাবি করেছে সে। যদিও সেই কথা বিশ্বাস করতে রাজি নয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন ধরেই অনলাইন আইপিএল জুয়া চালাত। এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল জ্বরে আক্রান্ত গোটা বিশ্বের ক্রিকেট মহল। এই টুর্নামেন্ট ঘিরে বিভিন্ন জায়গায় বেটিং হওয়ার অভিযোগও উঠে আসছে।
  • এবার বড় সাফল্য পেল কল্যাণী থানার পুলিশ। বেটিং চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করা হল।
  • আজ শনিবার তাঁকে আদালতে তোলা হয়। আইপিএল চলাকালীন ওই ব্যক্তি বেটিংচক্র চালায় বলে অভিযোগ।
Advertisement