নিরুফা খাতুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি। বৃহস্পতিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এমনটাই পূর্বাভাস। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। যার জেরে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই নিম্নচাপে রাজ্যের উপর সরাসরি প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
এই সময়টাতে প্রচুর পর্যটক আন্দামান-নিকোবর বেড়াতে যান। তাঁদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখনই পর্যটকদের ঘুরতে যাওয়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি হাওয়া দপ্তর। যদিও পর্যটকদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে নিয়মিত নজর রাখতে অনুরোধ করা হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও স্পষ্ট নয়। কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে। এর জেরেই মূলত ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই ঘূর্ণাবর্তের কোনও জের কি পড়বে বাংলায়? আপাতত যা পূর্বাভাস তাতে রাজ্যের উপর বিশেষ কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শীতের আমেজ বজায় থাকবে। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। বেলায় আকাশ পরিষ্কার হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। শুক্রবার সকালের দিকে হালকা ধোঁয়াশা তৈরি হবে।