shono
Advertisement
Uluberia

ডিউটি সেরে ফেরা হল না বাড়ি! মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Published By: Suhrid DasPosted: 01:58 PM Nov 26, 2025Updated: 03:13 PM Nov 26, 2025

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। রাতের ডিউটি সেরে তিনি বাড়ি ফিরছিলেন বলে খবর। মৃতের নাম অভিজিৎ ছাওলে। তিনি জয়পুর থানায় কর্মরত ছিলেন বলে খবর। ঘটনায় শোকের ছায়া পুলিশ মহলে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে জয়পুর থানা এলাকার কাঁড়ারপাড়া এলাকার রাস্তায়। তাঁর বাড়ি ঝিকিরা ওয়েস্টার্ন মাঠ এলাকায়। রাতে ডিউটি শেষে ওই সিভিক ভলান্টিয়ার বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেসময় ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাইক চালানোর সময় সামনে হঠাৎ করে কোনও পশু এসে যায়। তার জেরেই বাইকটি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। বাইকটি রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনায় ছিটকে পড়েন অভিজিৎ ছাওলে। গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুর বিবি ধর হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জয়পুর থানার ওসি সঞ্জয় পাল-সহ অন্যান্য আধিকারিকরা। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল বলে খবর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুঃসংবাদ জানানো হয় ওই ওই সিভিক ভলান্টিয়ারের পরিবারে। বছর ৩৪ বয়সী অভিজিতের বাড়িতে বাবা-মা, স্ত্রী ও বছর তিনেকের এক শিশুকন্যা রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের।
  • রাতের ডিউটি সেরে তিনি বাড়ি ফিরছিলেন বলে খবর।
  • ঘটনায় শোকের ছায়া পুলিশ মহলে।
Advertisement