shono
Advertisement

বন্ধুদের সঙ্গে স্নান করতে নামাই কাল, কোপাই নদীতে তলিয়ে মৃত্যু ২ যমজ ভাইয়ের

প্রায় ঘন্টাখানেক তল্লাশি চালিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
Posted: 07:39 PM Apr 26, 2023Updated: 07:42 PM Apr 26, 2023

নন্দন দত্ত, বীরভূম: সহপাঠীদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে কোপাই নদীতে ডুবে মৃত্যু হল যমজ দুই ভাইয়ের। তারা দ্বাদশ শ্রেণির ছাত্র। সায়ক পাল ও সৌমেন পাল। বুধবার সকালে স্কুলে না গিয়ে ছয় বন্ধু মিলে কোপাই নদীতে স্নান করতে যায়। ছয় জনই সাঁতার না জানায় ঘটে বিপত্তি। স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ভাই। প্রায় ঘন্টাখানেক তল্লাশি চালিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বোলপুরের প্রফেসর কলোনি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে না গিয়ে ছয় সহপাঠী শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়া গ্রাম সংলগ্ন কোপাই নদীর সেয়ালা ঘাটে বেড়াতে যায়। সেই ছ’জনের মধ্যেই দুজন দুপুর সাড়ে বারোটা নাগাদ সায়ক পাল ও সৌমেন পাল(১৬) স্নান করতে নামে কোপাই নদীতে। তখনই নদীর জলে চোরাস্রোতে তলিয়ে যায় দুজন। গ্রামবাসী ও পুলিশি তৎপরতায় প্রায় একঘন্টা পর জল থেকে উদ্ধার করা হয় তাদের দেহ। দুই যমজ পড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক। এই ঘটনায় মৃত দুই যমজ পড়ুয়ার চার সহপাঠী কান্নায় ভেঙে পড়ে।

[আরও পড়ুন: ২০১৪ টেটে কারা চাকরি পেয়েছেন? পর্ষদের কাছে বিস্তারিত তথ্য চাইল CBI]

সহপাঠী সৌগত গড়াই জানায়, “আমরা কেউই সেভাবে সাঁতার জানি না। কোমর পর্যন্ত জলে নেমেই ভয় পাওয়ায় চারজন উঠে এসেছিলাম নদী থেকে। সায়ক ও সৌমেন ওরা দুজনেই অনেকক্ষণ ধরে স্নান করতে থাকে। পাড় থেকে নদীতে ঝাঁপ মারতে থাকে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে গ্রামবাসী ও পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে।”

মৃত দুই যমজ পড়ুয়ার বাবা চণ্ডীচরণ পাল জানান, “হঠাৎই একটি ফোন থেকে জানতে পারি ছেলেদের এই অবস্থা। কখনওই ওরা অবাধ্য ছিল না। যমজ সন্তান হওয়ায় সব সময় শাসনের মধ্যে থাকত। আজ সব শেষ, সর্বনাশ হয়ে গেল।” স্কুলে না গিয়ে কীভাবে এতদূর রাস্তা সবার নজর এড়িয়ে সহপাঠীরা কেন কোপাই নদীতে গেল, সেই প্রশ্নই উঠছে। দেহ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: মহাত্মা গান্ধীর স্বপ্নের পঞ্চায়েত গড়াই লক্ষ্য! জনসংযোগ যাত্রায় বললেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার