shono
Advertisement

কালিম্পংয়ে জনপ্রিয় নেপালি গায়কের অনুষ্ঠানে ভিড়, চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ মহিলার

জখম ৫ জন ভরতি কালিম্পং হাসপাতালে।
Posted: 09:39 AM Jan 04, 2021Updated: 12:45 PM Jan 04, 2021

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: বর্ষবরণের অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন জনপ্রিয় নেপালি গায়ক। তাঁকে দেখতে ভিড় উপচে পড়বে, সেটাই স্বাভাবিক। তবে সেই ভিড়ের চাপে আনন্দানুষ্ঠান নিমেষে বদলে গেল দুর্ঘটনাস্থলে। কালিম্পংয়ের (Kalimpong) অনুষ্ঠানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই মহিলার। জখম আরও ৫ জন চিকিৎসাধীন কালিম্পং হাসপাতালে। রবিবার সন্ধে নাগাদ এই ঘটনার জেরে থমথমে কালিম্পংয়ে মেলাটার এলাকা।

Advertisement

ইংরাজি নববর্ষের প্রথম রবিবার। পাহাড়ি অঞ্চলে এমন দিনেই তো একটু আনন্দে মেতে ওঠার সময়। তাই কালিম্পংয়ের মেলাটার এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার সন্ধেবেলা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় নেপালি গায়ক আশিস রানা। দার্জিলিং, কালিম্পংয়ের নেপালি সম্প্রদায়ের মানুষজনের মধ্যে তাঁর ব্যাপক কদর। তাই আশিস রানার অনুষ্ঠান শুনে মেলাটার এলাকায় ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। এরপর আশিস রানা গান শুরু করতেই ভিড় আরও বাড়তে থাকে। এমনিতেই পাহাড়ে সংকীর্ণ এলাকার মধ্যে মঞ্চ বেঁধে অনুষ্ঠান। তার উপর ভিড় ক্রমশ বাড়তে থাকায় অনুষ্ঠানের গেটের কাছে চাপ বাড়ে। সেই চাপ ধীরে ধীরে মঞ্চের কাছ পর্যন্ত চলে আসে।

[আরও পড়ুন: ‘মারলে পালটা শিক্ষাও পাবে বিজেপি’, নাম না করে দিলীপকে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র]

এরপরই ঘটে যায় দুর্ঘটনা। জনতার হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়ে কয়েকজন পদপিষ্ট (Stampede) হন। অনুষ্ঠানের রেশ কেটে যায়। নেপালি গায়ককে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ায় হয়। জখমদের নিয়ে যাওয়া হয় কালিম্পং হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে দুই মহিলার মৃত্যু হয়েছে। আহত আরও ৫ জন। বর্ষবরণের আনন্দে এমন মৃত্যুর ছায়া। বছরের শুরুতেই এমন ঘটনায় থমথমে কালিম্পং। তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: মালদহে শুটআউট, বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপির মণ্ডল সভাপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার