shono
Advertisement

বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ, রাজ্যে এসে বললেন হর্ষ বর্ধন

কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, নরেন্দ্র মোদির ‘সবকা বিকাশ’ সারা দেশে হলেও পশ্চিমবঙ্গে তা হচ্ছে না৷ The post বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ, রাজ্যে এসে বললেন হর্ষ বর্ধন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 AM May 05, 2017Updated: 03:47 AM May 05, 2017

স্টাফ রিপোর্টার, বিধাননগর: পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ তৈরি হয়েছে৷ রাজ্যে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন৷ বৃহস্পতিবারের অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে জোয়ার এসেছে তাই দিল্লি পুরসভা দখল করেছে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, তিনি জ্যোতিষী নন, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যায় পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা একশো শতাংশ৷

Advertisement

[‘পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলে এত ঔদ্ধত্য? লজ্জা হয় আমার’]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন দেশের কাছে রোল মডেল৷ তাঁর হাত ধরেই সারা দেশে বিকাশ হচ্ছে বলে এদিন জানান হর্ষ বর্ধন৷ প্রধানমন্ত্রীর এই বিকাশ মডেল যে দেশের মানুষ গ্রহণ করছেন তা নির্বাচনের ফলাফলগুলি দেখেই প্রমাণিত হচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে কেন্দ্রীয় মন্ত্রী এদিন অভিযোগ করেন নরেন্দ্র মোদির ‘সবকা বিকাশ’ সারা দেশে হলেও পশ্চিমবঙ্গে তা হচ্ছে না৷ পশ্চিমবঙ্গকেও এই বিকাশের আওতায় আনতে হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ শুধু কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের কথাই নয়, এদিন বিজেপির সংগঠন নিয়েও মুখ খোলেন হর্ষ বর্ধন৷ তিনি বলেন, বিজেপি ক্যাডার ভিত্তিক দল৷ সংগঠন না বাড়িয়ে বিজেপি নির্বাচনে মনোযোগ দেয় না৷ এই জনভিত্তি তৈরির কাজ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ পাচ্ছেন এ রাজ্যের মানুষ৷

[ঝড়ের পূর্বাভাস দিতে উত্তরবঙ্গে রেডার বসানোর ভাবনা]

এদিন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন বা ‘ন্যাটমো’র একটি ভবনের উদ্বোধন হয় সল্টলেকের সেক্টর ফাইভে৷ ন্যাটমো একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা৷ যারা মূলত ম্যাপ বা মানচিত্র তৈরি করে৷ দৃষ্টিহীনরা যাতে মানচিত্র দেখতে পান সেজন্য এদিন ব্রেইল পদ্ধতিতে মানচিত্রের একটি বই বের করে সংস্থা৷ ন্যাটমোর ডিরেক্টর তপতী বন্দ্যোপাধ্যায় বলেন, শহরের নাগরিকদের সুবিধার্থে কোথায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কোথায় পুলিশকে পাওয়া যাবে সেরকমই একটি মানচিত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁদের৷

The post বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ, রাজ্যে এসে বললেন হর্ষ বর্ধন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement