বিডিও অফিস ভাঙচুর! এসআইআর শুনানিতে ধুন্ধুমার কাণ্ড ঘটনা সন্দেশখালিতে। বিডিওকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পরে পুলিশের উপস্থিতিতে ফের শুনানি চলে।
রাজ্যজুড়ে এসআইআর শুনানি চলছে। বিভিন্ন জায়গায় কেন্দ্রে শুনানির সময় বিভ্রান্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, পোলবা এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামে পুলিশ। তাঁদের সামনেও চলে বিক্ষোভ।
একইভাবে এদিন বিক্ষোভ ছড়ায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকে। মঙ্গলবার নির্দিষ্ট সময় ন্যাজাট বিডিও অফিসে এসআইআরের শুনানি শুরু হয়। দীর্ঘতর লাইন দেখা গিয়েছিল সেখানে। অভিযোগ, একসময় ওই বিডিও অফিসে শুরু হয় হইচই। বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন বিডিও অফিসের ভিতরে। বিক্ষোভকারীদের অভিযোগ, হিয়ারিংয়ে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে ডাকা হয়েছে। এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে! বিডিও, অফিসের কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ।
এরপরই ওই বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। এক দঙ্গল মানুষ কার্যত অফিসে তাণ্ডব চালায়! চেয়ার, টেবিল উলটে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিডিওর টেবিলের কম্পিউটার ভাঙা হয়! শুনানিতে আসা অন্যান্যদের মধ্যেও ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর যায় পুলিশে। বিপুল সংখ্যায় পুলিশ, র্যাফ ঘটনাস্থলে হাজির হয়। বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুনানিও এরপর শুরু হয়। কারা এভাবে হামলা চালাল? সেই প্রশ্ন উঠেছে।
