দেব গোস্বামী, বোলপুর: প্রথা মেনে বিশ্বভারতীতে হল বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ , এসো এসো’, সঙ্গীতে মুখরিত হল কবি আশ্রম। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ, বিভিন্নভবনের অধ্যক্ষ-সহ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

মঙ্গলবার ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। সকাল সাতটায় উপাসনাগৃহে শুরু হয় উপাসনা। সকাল ন’টায় মাধবী বিতানে বর্ষবরণের আসর বসে। গৌরপ্রাঙ্গণে সন্ধ্যায় পরিবেশিত হবে নৃত্যনাট্য শ্যামা। উল্লেখ্য, আগে বর্ষবরণের সঙ্গেই কবিগুরুর জন্মদিন পালিত হত। কারণ,আগে প্রচণ্ড দাবদাহ ও জলকষ্টের জন্য ২৫ বৈশাখ বিশ্বভারতীতে ছুটি পড়ে যেত। ফলে আগেই জন্মদিন পালন করা হত। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। তাই এখন পঁচিশে বৈশাখই কবিগুরুর জন্মদিন পালন করে বিশ্বভারতীর কর্মীমণ্ডলী।
উল্লেখ্য, পয়লা বৈশাখ উপলক্ষ্যে আজ, মঙ্গলবার রাজ্যজুড়ে উৎসবের আমেজ। স্কুলে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার বুকে শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল। সকালেই নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজ্যবাসীর জন্য পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।