নিরুফা খাতুন: নভেম্বর শেষের পথে। এখনও জাঁকিয়ে শীতের দেখা তো মেলেনিই, উলটে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ অর্থাৎ বুধবার অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ফেনজলে। যার প্রভাবে বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলায়। উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পণ্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে তার অবস্থান। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগ এই প্রবেশ করতে পারে। এর প্রভাবে শীতের আমেজে বাধা পড়ার আশঙ্কা।
জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে শীতের আমেজ থাকলেও সপ্তাহান্তে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ১ ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি ও মালদহেও কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।