shono
Advertisement
Weather

ঝকঝকে আকাশ উত্তরবঙ্গে, কাঞ্চনজঙ্ঘা দর্শনের সুখবর শোনাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে মেঘের আড়ালেই লুকিয়ে শীত! কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের উপরে।
Published By: Sucheta SenguptaPosted: 10:38 AM Dec 02, 2024Updated: 10:52 AM Dec 02, 2024

নিরুফা খাতুন: মেঘের আড়ালে মুখ লুকিয়েছে শীত! সপ্তাহ শুরুতেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। সপ্তাহান্তে তা নিম্নমুখী হয়ে ফের শীতকালকে স্বাগত জানাতে পারে। তবে সপ্তাহের প্রথম দিন হাওয়া অফিস সূত্রে যে গুরুত্বপূর্ণ খবরটি মিলেছে, তা উত্তরবঙ্গের আবহাওয়া সংক্রান্ত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে ঝকঝকে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে। কাঞ্চনজঙ্ঘা দর্শন হবে ভালোই। সকালের দিকে হালকা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়লে তা সরে যাবে। ফলে কাঞ্চনজঙ্ঘা দর্শনে বাধা নেই কোনও। আর তাতেই উল্লসিত ভ্রমণপ্রেমীরা। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।

Advertisement

আলিপুর আবহাওয়া সূত্রের খবর, ঘূর্ণিঝড় ফেনজলের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে উত্তর তামিলনাড়ুর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এছাড় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। উত্তর ভারতেও রয়েছে একটি জেট স্ট্রিম উইন্ড। এসবের প্রভাবে শীতের স্বাভাবিক গতি কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা হতে পারে বেশ কিছু জেলাতে। তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে সামান্য কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ। আপাতত ২৪ থেকে ৪৮ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়।

সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। দু থেকে চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলা এবং দক্ষিণবঙ্গে ফিরবে শীতের স্পেল। আগামী তিনদিনে দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। এখনও স্বাভাবিকের উপরেই সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অনেকটাই নেমেছে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী দু-তিনদিনে কিছুটা বাড়বে তাপমাত্রা।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। তবে কখনও আংশিক মেঘলা থাকতে পারে। এখনও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা। তবে ধীরে ধীরে তা কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শেষে বেশ কিছুটা পারা পতনের ইঙ্গিত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, কাঞ্চনজঙ্ঘা দর্শনের আদর্শ পরিবেশ।
  • সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।
Advertisement