নিরুফা খাতুন: বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেল ও রাতের দিকে কয়েক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ ভিজতে পারে চারজেলা। সোমবার থেকে বুধবার রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও হুগলি, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় অনুমান আবহবিদদের। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বয়তে পারে বলে পূর্বাভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ জারি করা হয়েছে। আজ, রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল হবে। সমুদ্রে ৩৫-৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।