shono
Advertisement
Salman Khan

বাড়ছে জীবনহানির শঙ্কা! আবার কোন সংকট ঘনিয়ে আসছে সলমনের জীবনে?

সলমনের ছবি 'সিকন্দর'ও বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি।
Published By: Manasi NathPosted: 04:09 PM Apr 13, 2025Updated: 04:58 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সলমন খানের। ইদে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সিকন্দর'। বক্স অফিসে ছবিটি সেভাবে সাফল্য পায়নি। জীবনহানির শঙ্কাও কমছে না। আর এবার তাঁর জীবন নিয়ে আরও বড় আশঙ্কার কথা শোনালেন এক জ্যোতিষী।

Advertisement

চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন, আগামী তিন বছর ভাল নয় ভাইজানের পক্ষে। সেই তথ্যেই আরও একবার সিলমোহর পড়ল বলা চলে। এবার অন্য এক জ্যোতিষী 'ভাইজান' সলমনকে নিয়ে  ভবিষ্যতবাণী করে জানিয়েছেন , তিনি যতই কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকুন না কেন, চলতি বছরের শেষে নাকি তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে। আর এর নেপথ্যে থাকবেন তাঁর ঘনিষ্ঠরাই! শনিবার এই খবর প্রকাশ্যে আসার পরই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই জ্যোতিষী তাঁর ভবিষ্যৎবাণীতে আরও জানিয়েছেন, 'এই বছরটা ভাইজানের ছবিমুক্তির জন্য একবারেই ভালো নয়। গতবছর কিছুটা ভালো সময় ছিল। তবে এই বছর তিনি যেন ছবিমুক্তি থেকে বিরত থাকেন।' এমনকী তিনি এও জানিয়েছেন 'আগামী সেপ্টেম্বর - অক্টোবর মাস থেকে অভিনেতাকে খুবই সাবধানে থাকতে হবে।ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নাকি 'সিকন্দর' সলমনের শত্রু হয়ে উঠতে পারেন। তাঁরাই হয়তো সলমনের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস করে দেবেন! আর তাতেই বাড়তে পারে বলি সুপারস্টারের বিপদ।'

তবে শুধু ২০২৫ নয় ২০২৬ সালেও অভিনেতাকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন জ্যোতিষী। তিনি জানিয়েছেন, 'অভিনেতার জীবনহানির আশঙ্কা প্রবল। ঘটতে পারে দুর্ঘটনাও।' বিশেষ করে এপ্রিল মাসের কথা জানিয়েছেন জ্যোতিষী। প্রথমবার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন সলমনভক্তরা।এবার দ্বিতীয় জ্যোতিষীও একই কথা শুনিয়েছেন। ফলত ভাইজানকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তাঁর অনুরাগীরা। সলমন সব বিপদ কাটিয়ে উঠতে পারেন কিনা সময়ই তাঁর উত্তর দেবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সলমন খানের।
  • 'সিকন্দর' বক্স অফিসে ছবিটি সেভাবে সাফল্য পায়নি।
  • এবার তাঁর জীবন নিয়ে আরও বড় আশঙ্কার কথা শোনালেন এক জ্যোতিষী।
Advertisement