নিরুফা খাতুন: ধেয়ে আসছে কালবৈশাখী! আজ, রবিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় জারি সতর্কতা। ঝড়ের সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে?

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির। কালবৈশাখী সতর্কতা জারি তিন জেলাতে- পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিকেল বা রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
নতুন সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। সপ্তাহজুড়েই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা। পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি বেশি হবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরো কমে যাবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার ঝড়বৃষ্টি সামান্য কমলেও বুধবার থেকে নতুন করে স্পেল শুরু হতে পারে। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। সোমবার ও মঙ্গলবারে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ওপরের দিকের পার্বত্য এলাকায়। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারে ফের ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে।