shono
Advertisement
Fake passport case

জাল পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়ায় ইডি হানা, স্ক্যানারে এক চাষি

কৃষকের বিরুদ্ধে জাল পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে।
Published By: Paramita PaulPosted: 12:34 PM Apr 17, 2025Updated: 01:41 PM Apr 17, 2025

সুবীর দাস, কল্যাণী: জাল পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এবার স্ক্যানারে এক ধনী কৃষক। বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। এখনও তল্লাশি চলছে।

Advertisement

বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ চারজন ইডি আধিকারিক আটজন জওয়ানকে নিয়ে নদিয়ার চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নেতাজি বাজার শিবপুরে দুলাল হালদারের বাড়িতে হানা দেয়। তাঁর বিরুদ্ধে জাল পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

স্থানীয়দের কাছে দুলাল চাষি হিসেবেই পরিচিত। বেশ ধনী। প্রচুর জমিজমার মালিক। তিনি জাল পাসপোর্ট, মানব পাচার, অনুপ্রবেশে সাহায্য়ের মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত, তা মানতেই পারছেন না স্থানীয়রা। ইডির হানায় কার্যত অবাক তারা।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ভুয়ো পাসপোর্ট মামলায় মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গভীর রাতে ইডির জালে ধরা পড়লেন বিরাটির এক ‘এজেন্ট’। ইডি সূত্রে খবর, বিরাটি থেকে গ্রেপ্তার হয় আজাদ মল্লিক নামে এক ব্যক্তি। এছাড়া মঙ্গলবার নদিয়ার গেদে থেকে অলোক নাথ নামে একজনকে গ্রেপ্তার করে ইডি। ভুয়ো পাসপোর্ট তৈরির কাজে তিনি আজাদের সহযোগী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দু’জনকে জেরা করে চক্রের বাকিদের বিষয় জানতে চায় তদন্তকারীরা। সেই জেরার পরই এদিন দুলাল হালদারের বাড়িতে ইডি হানা দিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাল পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা।
  • এবার স্ক্যানারে এক ধনী কৃষক।
  • বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।
Advertisement