shono
Advertisement
WB Weather Update

তাল কাটল শীতের আমেজে, বঙ্গে তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যে ঘূর্ণিঝড় 'ফেনজল'?

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি রয়েছে তাপমাত্রা বৃদ্ধির কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস।
Published By: Sucheta SenguptaPosted: 11:43 AM Nov 28, 2024Updated: 01:58 PM Nov 28, 2024

নিরুফা খাতুন: বঙ্গ শীতের আমেজে হঠাৎ ছন্দপতন! কলকাতা-সহ একাধিক জেলায় বাড়ল তাপমাত্রা। শীতের ঝোড়ো ইনিংসের পথে নতুন বাধা হতে চলেছে ঘূর্ণিঝড় 'ফেনজল'! এমনই ইঙ্গিত হাওয়া অফিসের পূর্বাভাসে। জানা যাচ্ছে, খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এই ফেনজল। শনিবার নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। তার প্রভাবে সামান্য বৃষ্টি হবে কোথাও কোথাও। তা উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা। এদিকে, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি। শুক্রবার ভোরের মধ্যে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা। এর নাম দেওয়া হয়েছে 'ফেনজল'। নামকরণ সৌদি আরবের। বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে আরও শক্তি সঞ্চয় করছে। এই মুহূর্তে পন্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে তার অবস্থান। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে বলে জানা যাচ্ছে। শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। শীতের আমেজে কিছুটা বাধা পড়েছে। নভেম্বরের শেষ কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সামগ্রিকভাবে মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গে আগামী ২ থেকে ৩ দিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। শীতের আমি যে বাধা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বীরভূম জেলায়।

কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। মনোরম আবহাওয়া। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা। সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩ দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৫ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীতের আমেজে তাল কেটে আচমকা বাড়ল তাপমাত্রা।
  • হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি।
Advertisement