shono
Advertisement

আরও নামল কলকাতার পারদ, লম্বা উইকেন্ডে রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া

আর ২ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিস্কার আকাশ। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই।
Posted: 10:31 AM Jan 25, 2024Updated: 01:56 PM Jan 25, 2024

নিরুফা খাতুন: আর ২ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা(Kolkata Weather Update)। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিস্কার আকাশ। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। ফলে লম্বা উইকেন্ড জুড়ে শহরে মনোরম আবহাওয়া। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন এরইরকম থাকবে তাপমাত্রা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকছে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কলকাতায় একধাক্কায় তাপমাত্রা কমেছে প্রায় দু ডিগ্রি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

[আরও পড়ুন: ১৩ লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার, ৯ লক্ষ বার্ধক্য ভাতা, পূর্ব বর্ধমানে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর]

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন আপাতত বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে। রাজ্যে ঢুকবে কনকনে উত্তুরে হাওয়া। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা। দক্ষিণের জেলাগুলি শুকনো থাকলেও ভিজবে উত্তর। সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও। তবে অন্যান্য জেলা আপাতত শুষ্ক থাকবে বলেই খবর। দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: ১৬ এপ্রিল লোকসভা নির্বাচন? কমিশনের ‘নোটে’ জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার