shono
Advertisement

Breaking News

West Bengal Lok Sabha Election Result 2024

গণনার আগে নাশকতার ছক! কল্যাণীতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার যুবক, তদন্তে পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 09:29 AM Jun 04, 2024Updated: 10:20 AM Jun 04, 2024

সুবীর দাস, কল্যাণী: ভোট গনণার আগের রাতে কল্যাণীর হরিণঘাটা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সোমবার, রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়ক কল্যাণী মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম কৃষ্ণ পাল ওরফে পচা। তিনি হরিণঘাটার (Haringhata) অন্তত বিরহী এক নম্বর গ্রামের পঞ্চায়েতের অধীনস্থ আইসপুরের বাসিন্দা। রাতে পুলিশের (Police) কাছে খবর আসে ওই যুবক ১২ নম্বর জাতীয় সড়কে কল্যাণী (Kalyani) মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

[আরও পড়ুন: ভোটগণনার আগের রাতে ফের অশান্ত ভাঙড়, বিস্ফোরণে আহত ৫]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ধৃতের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউণ্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে আইনানুগ মামলা করে তদন্ত শুরু পুলিশ। আজ মঙ্গলবার ধৃত যুবককে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হবে।

ভোট গনণার আগের দিন, ওই যুবকের কাছে কী করে আগ্নেয়াস্ত্র এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, এর পিছনে সমাজবিরোধীর কোনও দল যুক্ত আছে কি না, জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিগত আট মাসে অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার একাধিক জায়গা থেকে অনেক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে।

সেই সময় জানা গিয়েছিল, রানাঘাট পুলি়শ জেলার কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, রানাঘাট (Ranaghat), শান্তিপুর (Santipur), ধানতলা, তাহেরপুর, গাংনাপুর ও হাঁসখালি থানার বিভিন্ন এলাকায় গত অক্টোবর মাস থেকে মে মাস পর্যন্ত বিশেষ অভিযান চলে। এই আট মাসে এইসব এলাকা থেকে উদ্ধার হয় ৮০টি আগ্নেয়াস্ত্র ও ১৫৩ রাউন্ড কার্তুজ। এছাড়াও ১৯টি পৃথক জায়গা থেকে ৭০টি বোমা উদ্ধার হয়েছে। বিষয়গুলিতে ৫৬টি অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ৯৭ জন।

[আরও পড়ুন: আবগারি দুর্নীতির অঙ্ক ১১০০ কোটি টাকা! কবিতার বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোট গনণার আগে রাতে কল্যাণীর হরিণঘাটা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র।
  • সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
  • আজ মঙ্গলবার ধৃত যুবককে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হবে।
Advertisement