সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে আসবে শীত? সোয়েটার, চাদর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কলকাতাবাসী। মঙ্গলবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। একলাফে তাপমাত্রার পারদ নামল আড়াই ডিগ্রি। ফলে সাতসকালে শহরজুড়ে ঠান্ডার পরিবেশ। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আজ চলতি মরসুমের শীতলতম দিন।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। মঙ্গলবার একলাফেই তা নেমে দাঁড়াল ১৬ ডিগ্রির কোঠায়। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন রাজ্যে উত্তর-পশ্চিম শীতল হাওয়া প্রবেশ করায়, এই ঠান্ডার আমেজ বজায় থাকবে আরও ৪৮ ঘণ্টা। শুধু কলকাতাই নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও একই চিত্র। বেলা অবধি কুয়াশা থাকলেও শীত বিলম্বিত। অতঃপর ঠান্ডার আমেজ উপভোগ করা থেকে বঞ্চিত ছিলেন কলকাতাবাসী তথা রাজ্যবাসী। তবে অবশেষে শীত নামল রাজ্যজুড়ে। কলকাতা-সহ শহরতলি এবং গোটা রাজ্যেই মঙ্গলবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহেই ঠান্ডা আরও বাড়বে বাংলায়। আর ডিসেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে শীত নামবে শহর তথা রাজ্যে।
আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। আর মঙ্গলবার সেকথাই মিলে গেল। রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রে মঙ্গলবার তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নেমে যাবে বলেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিনে তা নেমে ১২ থেকে ১৩ ডিগ্রিতেও দাঁড়াতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আবার কোথাও কোথাও হালকা কুয়াশাও রয়েছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
[আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসিয়ে বিতর্কে সরকারি আধিকারিক]
উল্লেখ্য, নভেম্বরের মাঝামাঝি থেকেই ভোরের দিকে খানিকটা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছিল হিমেল আমেজ। শহরবাসী প্রহর গুনছিলেন কবে দেখা মিলবে শীতের। হাওয়া অফিস জানিয়েছিল আর দিন কয়েক অপেক্ষার কথা। মঙ্গলবার সকালেই সেই শীতল আমেজের স্বাদ পেল কলকাতাবাসী। প্রত্যেক বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকলেও এবার কিন্তু তেমন লক্ষণ দেখা যাচ্ছিল না। আগামী ২ দিনে রাজ্যজুড়ে ঠান্ডা আরও পড়বে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
[আরও পড়ুন: শান্তিনিকেতনের নন্দন মেলায় রোদ্দুর রায়, বিকৃত রবীন্দ্রসংগীত ঘিরে প্রবল বিতর্ক]
The post জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে, একধাক্কায় পারদ নামল ২.৫ ডিগ্রি appeared first on Sangbad Pratidin.
