shono
Advertisement

‘হাত মুচড়ে দিন’, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে কমিশনের কোপে তৃণমূল নেতা

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতিকে শোকজ কমিশনের৷ The post ‘হাত মুচড়ে দিন’, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে কমিশনের কোপে তৃণমূল নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM Mar 23, 2019Updated: 11:55 AM Mar 23, 2019

সংবাদ প্রতিদিন ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাত মুচড়ে ভেঙে দিতে বলায় নির্বাচন কমিশনের কোপের মুখে পড়লেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি৷ কমিশনের তরফে শোকজ করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, আশানুরূপ উত্তর না পেলে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কমিশন৷ যদিও বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিয়েছেন এই তৃণমূল নেতা৷ জানিয়েছেন, তিনি খারাপ কিছু বলতে চাননি৷

Advertisement

[সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত ]

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছে সেখানকার ভূমিপুত্র তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)৷ তাঁর সমর্থনেই একটি কর্মীসভায় বক্তৃতা দেন অজিত মাইতি৷ এবং সেখানেই কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ উসকানি দেওয়ার ভঙ্গিতে কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ কেন্দ্রীয় বাহিনী রাস্তায় ঠিক আছে৷ কিন্তু তাঁরা যদি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, তবে হাত মুচড়ে দিতে হবে জওয়ানদের৷ এখানে এতো সাংবাদিক রয়েছে৷ যান গিয়ে অভিযোগ করুন৷ আমিও দেখব কত বড় ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর৷ আমি দায়িত্ব নিয়ে বলছি৷ এদের নেতা হয়ে বলছি৷ আমি দেখব কত হিম্মত রয়েছে৷’’ পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি যখন কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলে এমন উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, তখন সেই মঞ্চেই বসেছিলেন প্রার্থী দীপক অধিকারী৷ একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে, কীভাবে তিনি মঞ্চে বসে দলীয় নেতার এমন বিতর্কিত বক্তব্য শুনলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷

[কারশেডে পুড়ে ছাই ফলকনামা এক্সপ্রেসের কামরা, কারণ নিয়ে ধোঁয়াশা]

জানা গিয়েছে, অজিত মাইতির এই বক্তব্যের ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে৷ তারপরই মেদিনীপুরের ডিএম, পি মোহন গান্ধীর কাছে রিপোর্ট তলব করে কমিশন৷ যদিও বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি৷ তাঁর দাবি, বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছেন৷ তবে খারাপ কিছু বলতে চাননি৷

The post ‘হাত মুচড়ে দিন’, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে কমিশনের কোপে তৃণমূল নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement