shono
Advertisement
Extra marrital affair

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েন, স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক জানার পর থেকেই দাম্পত্য অশান্তি চলছিল খড়দহের এই পরিবারে।
Published By: Sucheta SenguptaPosted: 09:54 PM May 17, 2025Updated: 09:56 PM May 17, 2025

অর্ণব দাস, বারাকপুর: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি জেরে তীব্র শোরগোল! স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে। খড়দহ থানার অন্তর্গত পানিহাটি পুরসভার ১০নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনি এলাকার এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বছর পঁয়তাল্লিশের সেন্টু দাস আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেন্টুর পাড়ারই বাসিন্দা শ্রীদাম নামে এক ব্যক্তি। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর সে সেন্টুর বাড়িতে থাকতে শুরু করে। অভিযোগ, এই সময়কালেই সেন্টুর স্ত্রী কৃষ্ণার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সে। বিষয়টি জানাজানি হতেই বিবাদ বাঁধে দম্পতির মধ্যে। এরইমধ্যে সেন্টুর পরিবারকে কৃষ্ণা জানায়, নেশাগ্রস্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে স্বামী। কিন্তু চিকিৎসার পর জানা যায়, মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। দিন তিনেক আগে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সেন্টুর অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিয়ে সেন্টুর আত্মীয় সুস্মিতা রায় দাস জানিয়েছেন, ''আমাদের বলা হয়েছিল, মামা নেশা করে অসুস্থ হয়েছে। সেইমত প্রথমে চিকিৎসককে দেখানো হয়। কিন্তু সুস্থ না হওয়ায় নার্সিংহোমে নিয়ে গেলে সিটি স্ক্যান করে। তারপরই জানতে পারি, মাথার খুলি ফেটে, নার্ভ ছিঁড়ে গিয়েছে।'' কৃষ্ণা দাস পরিকল্পনা করে শ্রীদামমকে সঙ্গে নিয়ে সেন্টুকে মেরে ফেলতে চেয়েছিল বলেও অভিযোগ তাঁর। এই অভিযোগকে সমর্থন জানিয়ে এলাকাবাসীর বক্তব্য, এই কারণেই শনিবার থেকে গা ঢাকা দিয়েছিল শ্রীদাম। যদিও আক্রান্তের দিদি থানায় অভিযোগ জানানোর পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের বারাকপুর আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে প্রতিবাদ করেছিলেন স্বামী।
  • অশান্তি এড়াতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত স্ত্রী ও প্রেমিক।
  • খড়দহের ঘটনায় তীব্র শোরগোল।
Advertisement